সদ্যোজাত কন্যার জন্ম উদযাপনে স্কুলে ভোজ, রায়না ২ ব্লকের সরকারি আধিকারিকের নজিরবিহীন উদ্যোগ
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
সেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হয়ে আয়োজন করেন ভোজের। মিড-ডে মিলের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে, নিজ হাতে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করেন তিনি।
পূর্ব বর্ধমান: নারী-পুরুষ সমতার বার্তা ছড়িয়ে বিদ্যালয়ে আনন্দ ভাগ করলেন অবর বিদ্যালয় পরিদর্শক দেবব্রত বন্দ্যোপাধ্যায়। একুশ শতকের আধুনিক সমাজে দাঁড়িয়েও যখন নারী-পুরুষের ভেদাভেদ ও কন্যাভ্রূণ হত্যার মতো অমানবিকতা দেখা যায়, সেই প্রেক্ষাপটে এক অভিনব সামাজিক বার্তা দিলেন রায়না ২ ব্লকের রায়না ৩ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবব্রত বন্দ্যোপাধ্যায়।
নিজের সদ্যোজাত কন্যা মেহুলি-র জন্মের আনন্দ ভাগ করে নিতে আজ বুধবার তিনি পৌঁছান লোহাই সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হয়ে আয়োজন করেন ভোজের। মিড-ডে মিলের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে, নিজ হাতে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করেন তিনি। এমন নজিরবিহীন ঘটনায় আনন্দে ভাসছে ছাত্র শিক্ষক সকলেই।
আরও পড়ুন: মায়ের বয়স ২৬, মেয়ের ২০ আর ছেলে ১৮ বছরের! বিজ্ঞানকেও হার মানাবে ভোটার তালিকা, বাংলার কোথায়?
এমন ঘটনা দেখে তাজ্জব বনে গিয়েছেন ছাত্র-শিক্ষকেরা। সন্তান জন্মের খুশিতে এই আয়োজন যেন এক দৃষ্টান্ত- এমনটাই বলছে সবাই।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 10:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সদ্যোজাত কন্যার জন্ম উদযাপনে স্কুলে ভোজ, রায়না ২ ব্লকের সরকারি আধিকারিকের নজিরবিহীন উদ্যোগ

