বন্ধ ফ্ল্যাটে অশান্তি, তারপরেই সব স্তব্ধ! দরজা ভেঙে দেখা গেল একটা মৃতদেহ... সালকিয়ায় সাংঘাতিক ঘটনা
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
হাওড়া সালকিয়ার কৈবর্ত পাড়ায় দেবব্রত পাল-এর দেহ উদ্ধার, দুই নাবালক আটক. নেশাগ্রস্থ অবস্থায় অসংগতি, খুনের কারণ জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে.
হাওড়া: দেহে একাধিক আঘাতের চিহ্ন, আবাসনের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ৪৮ বছরের যুবকের দেহ। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি হাওড়া সালকিয়ার। কৈবর্ত পাড়ায় এক আবাসনে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে দেহ।
সূত্রের খবর, দেবব্রত পাল, একজন বেসরকারি সংস্থায় কাজ করেন। বছর তিনেক আগেই তাঁর স্ত্রী আত্মঘাতী হন। এরপর মেয়ে ও মা থাকতেন ফ্ল্যাটে। দু-দিন আগে মা ও মেয়ে পাশেই দাদার ফ্ল্যাটে যায়। অন্য দিকে দেবব্রত বাবুর পাশের ফ্ল্যাটেই থাকে এই ঘটনায় অভিযুক্ত নাবালক। গতকাল নাবালকের বাড়িতে আসে তার এক বন্ধু। একাধিক বার দেবব্রত বাবুর ফ্ল্যাটে যাতায়াত করে দুই যুবক। আজ সকাল ৯ টা নাগাদ শেষবারের মতো ফ্ল্যাটের বাইরে আসতে দেখা যায়। সকল ৯ টার কিছু পর থেকে দেবব্রত বাবুর ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে। এরপর সন্দেহ হতেই প্রতিবেশীরা তার দাদাকে খবর দেয়। দাদা এসে ডাকডাকি করলে দরজা না খুললে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখেন, দেবব্রত বাবু দরজার সামনেই মেঝে পড়ে রয়েছে। ঘরের ভিতরে তখন দুই নাবালক ছিলেন। তাঁদেরকে আটক করে পুলিশ। নাবালকরা দুজনেই নেশাগ্রস্থ ছিল।
advertisement
advertisement
তাঁদের কথায় একাধিক অসংগতি থাকায় তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে ফ্ল্যাটে বহিরাগদের প্রবেশ নিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে অন্যান্য আবাসিকরা। খুনের সঠিক কারণ খুঁজতে দুই নাবালককে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রতিবেশী নাবালকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে কোনো সমস্যা থাকতে পরে বলে প্রাথমিক সন্দেহ পুলিশের। তবে আবাসিক নাবালক তার বন্ধুকে সঙ্গে নিয়ে পরিকল্পিত খুন করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 5:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্ধ ফ্ল্যাটে অশান্তি, তারপরেই সব স্তব্ধ! দরজা ভেঙে দেখা গেল একটা মৃতদেহ... সালকিয়ায় সাংঘাতিক ঘটনা








