স্কুলের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার ছাত্রের মৃতদেহ ! খুন ? চাঞ্চল্য এলাকায়

Last Updated:
#খেজুরি: স্কুলের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে খেজুরির অমৃতভারতী বিদ্যানিকেতনে। জানা গিয়েছে, মৃত ছাত্র বিশ্বজিৎ পাত্র বাণীমঞ্চ হাইস্কুলের পড়ুয়া। অমৃতভারতী বিদ্যানিকেতন থেকে মাধ্যমিক পাস করেছিলেন। ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অঞ্চলে। ঘটনাস্থলে পৌঁছায় খেজুরি থানার পুলিশ। সেপটিক ট্যাঙ্ক থেকে দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের একাংশের অভিযোগ, দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে বিশ্বজিৎকে। খেজুরি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি অসীম মণ্ডল ঘটনাস্থলে গেলে তাঁর উপর চড়াও হন উত্তেজিত জনতারা। স্থানীয় সূত্রে জানা যায়, ঋণ নিয়ে শোধ দিতে পারেননি ছাত্রের বাবা। সেকারণেই কি পাওনাদারদের হাতে খুন হতে হল বিশ্বজিৎকে ? নাকী পারিবারিক বিবাদে খুন? খতিয়ে দেখছে খেজুরি থানার পুলিশ।
চলতি মাসের গোড়ার দিকেই স্কুলের জানলা থেকে পড়ে ছাত্রের মৃত্যু হয় শিলিগুড়ির ফুলবাড়ি অঞ্চলে একটি বেসরকারি স্কুলে। ক্লাসরুমের জানলায় গ্রিল না থাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, ক্লাসরুমের ভিতর বচসা বাঁধে নবম শ্রেণির দুই পড়ুয়া ঋষভ আচার্য ও হৃত্বিক সিংয়ের মধ্যে। ঝগড়া থেকে মারামারি... ধাক্কাধাক্কির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে জানলা দিয়ে পড়ে যায় দুই পড়ুয়াই। জখম দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ঋষভের। জখম হৃত্বিক সিং হাসপাতালে চিকিৎসাধীন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুলের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার ছাত্রের মৃতদেহ ! খুন ? চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement