জাতীয় সড়কে মরণফাঁদ , প্রাণ হারালেন স্কুল শিক্ষক!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
জাতীয় সড়কের উপর ধস, প্রাণ গেল স্কুল শিক্ষকের, কী বলছেন স্থানীয়রা!
শর্মিষ্ঠা ব্যানার্জি, পুরুলিয়া : রাস্তা যেন মরণফাঁদ! প্রশ্ন তুলছেন পুরুলিয়া শহরবাসী। পুরুলিয়া-ধানবাদ ১৮-নম্বর জাতীয় সড়ক। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তার উপর দিয়ে নিত্য চলাচল করেন। আর এই রাস্তাতেই তৈরি হয়েছে বিশাল আকার একটি গর্ত। যাকে এক প্রকার বলা যায় মরণ ফাঁদ। ইতিমধ্যেই রবিবার রাত্রে এই জাতীয় সড়কের মধ্যে থাকা গর্তে মধ্যে পড়ে যান সুরজিৎ বন্দোপাধ্যায় নামে বছর ৩৬-এর একজন প্রাইমারি স্কুলের শিক্ষক।
তিনি স্কুটি নিয়ে এই রাস্তার উপর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই এই গর্তে পড়ে যান তিনি তারপর স্থানীয় এলাকার বাসিন্দা ও কর্মরত পুলিশ এসে তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে। সোমবার সকালে এলাকার মানুষজন ১৮ নম্বর জাতিীয় সড়ক আবরোধ করেন।
advertisement
আরও পড়ুন: শান্তিপুর ষ্টেশনের নাম পরিবর্তনের আর্জি রেলমন্ত্রীকে, কী হতে পারে নতুন নাম? জেনে নিন
তারা বলেন, ইতিপূর্বে এনএইচকে বিষয়টি জানান হলেও এনএইচএর পক্ষ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আর তাতেই এই দু-র্ঘটনা ঘটেছে। পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালী বলেন, যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। রাস্তায় ব্যারিকেট থাকা সত্ত্বেও কী ভাবে এই দুর্ঘটনা ঘটল বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা উচিত।
advertisement
advertisement
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি, পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলার ও এনএইচএর আধিকারিকেরা। তড়িঘড়ি ওই রাস্তা মেরামত করা হয় এন এইচ এর পক্ষ থেকে। তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 9:33 PM IST