Viral News: ভূতুড়ে কারবার! জীবিত মানুষের নামেই ডেথ সার্টিফিকেট! হাতেনাতে ধরলেন প্রধান
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
False death certificate: যেন ভূতুড়ে কারবার চলছিল এই গ্রাম পঞ্চায়েতে। জীবিত মানুষের নামেই তৈরি হয়ে গিয়েছিল ডেথ সার্টিফিকেট।
কাঁকসা, পশ্চিম বর্ধমান : যেন ভূতুড়ে কারবার চলছিল এই গ্রাম পঞ্চায়েতে। জীবিত মানুষের নামেই তৈরি হয়ে গিয়েছিল ডেথ সার্টিফিকেট। হাতেনাতে সেই ঘটনা ধরে ফেলেছেন পঞ্চায়েত প্রধান। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ।
আসলে কী হয়েছিল? গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মোহান্তি জানিয়েছেন, পঞ্চায়েতে লক্ষীর ভান্ডার সংক্রান্ত একটি নথি জমা পড়ে। সেখানে লক্ষীর ভান্ডার বন্ধ করার আবেদন জমা করা হয়েছিল বলে খবর। সেই নথি থেকেই একটি পুরানো ডেথ সার্টিফিকেট পাওয়া যায়। বিষয়টি খতিয়ে দেখা শুরু করতেই পুরো ঘটনা সামনে আসে। শুরু হয় জিজ্ঞাসাবাদ।
advertisement
advertisement
প্রথমে এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে পঞ্চায়েত অফিসে ডাকা হয়। সেখানে তাকে পুরো বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি পুরো ঘটনা জানিয়ে দেন। দেখা যায় এই ঘটনায় মোট তিনজন জড়িত রয়েছেন। তারপরে এই ঘটনা নিয়ে অভিযোগ জানানো হয় কাঁকসা থানায়। সেই অভিযোগের ভিত্তিতে এদিন শুক্রবার তিনজনকে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ।
advertisement
সূত্রের খবর পঞ্চায়েত প্রধানের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে তিনজনকে গ্রেফতার করেছে। পঞ্চায়েত প্রধান বলছেন, “এই ধরনের কাজকর্ম করলে সরকারি দফতরের যেমন বদনাম, তেমনভাবেই যার নামে হচ্ছে তিনিও বিপদে পড়বেন। যদিও কেন এই ধরনের কাজকর্ম করা হচ্ছিল, সে বিষয়ে স্পষ্ট এখনও কিছু জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2024 4:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: ভূতুড়ে কারবার! জীবিত মানুষের নামেই ডেথ সার্টিফিকেট! হাতেনাতে ধরলেন প্রধান
