South 24 Parganas News: প্রাণঘাতী চিনা মাঞ্জা, জেলা জুড়ে তবুও রমরমিয়ে চলছে ব্যবসা
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
Last Updated:
শীতর মিঠে রোদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগীতায় নামতে হলে ভরসা চিনা মাঞ্জার সুতো ৷ কিন্তু এই চিনা মাঞ্জার সুতোই ডেকে আনছে বিপদ আর এই বিপদ জেনেও বাজারে বিক্রি হচ্ছে চিনা মাঞ্জার সুতো।
দক্ষিণ ২৪ পরগনা: শীতর মিঠে রোদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগীতায় নামতে হলে ভরসা চিনা মাঞ্জার সুতো ৷ কিন্তু এই চিনা মাঞ্জার সুতোই ডেকে আনছে বিপদ আর এই বিপদ জেনেও বাজারে বিক্রি হচ্ছে চিনা মাঞ্জার সুতো।একটা সময় ঘুড়ি-প্রেমীরা বাজার থেকে সুতো কিনে দেশীয় পদ্ধতিতে কাঁচ গুড়ো করে বিভিন্ন ধরনের আঠা সংমিশ্রণ করে সুতোয় মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াতো এবং সেই সুতো দিয়েও প্রতিযোগিতা চলতো একে অপরের সঙ্গে। সেসব এখন অতীত। এখন বাজার ছেয়ে গিয়েছে চিনা মাঞ্জায়।
এই চিনা মাঞ্জা সুতো বাজার দখল করায় ঘুড়ি প্রেমীরা এই সুতো নিয়ে প্রতিযোগিতায় নেমে দ্রুততার সঙ্গে সফল হচ্ছেন। আর সে কারণেই দিন দিন বাড়ছে চীনা মাঞ্জা সুতোর চাহিদা। ঘুড়ি বিক্রেতাও মন থেকে চাইছেন না এই সুতো বিক্রি করতে। কিন্তু দিনের পর দিন এই সুতোর চাহিদা বেড়ে যাওয়ায় তারা খানিক ইচ্ছের বিরুদ্ধে এই সুতো বিক্রি করছেন।অপরদিকে চীনা মাঞ্জা সুতো দিয়ে প্রতিযোগিতামূলকভাবে ঘুড়ি ওড়াতে গিয়ে ধারালো সুতোয় ঘটছে দুর্ঘটনা।
advertisement
advertisement
প্রায়ই দেখা যাচ্ছে চীনা মাঞ্জা সুতোয় ঘুড়ি ওড়াতে গিয়ে নাক, কান ও আঙুল কেটে জখম হচ্ছেন অনেকে। তারপরেও মানুষের মধ্যে সচেতনতার কোনও লক্ষণ দেখা না যাওয়ায় ক্রমশই বিপদ বাড়ছে। আকাশে ঘুড়ি উঠতে দেখলেই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। কারণ ওই ঘুড়ি কেটে কোথায় গিয়ে পড়বে এবং ওই সুতো কার গায়ের উপর দিয়ে ঘষে যাবে তা কেউই জানে না। তাই সাধারণ মানুষের দাবি, বিপদ এড়াতে অবিলম্বে বন্ধ হোক এই চীনা মাঞ্জা সুতো।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এখন দেখার বিষয় প্রশাসন এই বিষয়টা নিয়ে কতটা গুরুত্ব দেয়।
সুমন সাহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 14, 2023 4:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: প্রাণঘাতী চিনা মাঞ্জা, জেলা জুড়ে তবুও রমরমিয়ে চলছে ব্যবসা