#বনগাঁ: পুলিশ ও প্রশাসনের তৎপরতায় পচা মাংসের কারবার কমলেও পুরোপুরি নির্মূল হয়নি! রাজ্য জুড়ে এখনও কোথাও না কোথাও মাথাচাড়া দিয়ে উঠছে মরা মুরগির মাংসের কারবারিরা। যেমন, আজ বনগাঁয় উদ্ধার হল মরা মুরগির মাংস। এই অভিযোগে ১ ব্যাক্তিকে আটক করা হয়েছে। ব্যাগে মরা মুরগি নিয়ে যাওয়ার সময় আটক করা হয় তাঁকে।
অভিযুক্তর নাম রোকাউদ্দিন মণ্ডল। তিনি সাইকেলে করে মরা মুরগির মাংস নিয়ে যাচ্ছিলেন। ঘটনাচক্রে ব্যাগটি ছিঁড়ে পড়ে যায়। রাস্তায় ছড়িয়ে পড়ে মাংস। স্থানীয়রা দেখতে পেয়ে রোকাউদ্দিন মণ্ডলকে আটকান। খবর দেওয়া হয় পুলিশকে। বনগাঁর হাসপাতাল মোড় থেকে রোকাউদ্দিনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন-ডাউন খড়গপুর লোকালে আগুন, আতঙ্কে যাত্রীরা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bongao, Carcass meat, Dead chicken meat