গিয়েছিলেন কাশ্মীর ঘুরতে, ফিরলেন কফিনে! পুরুলিয়ার মনীশের জন্য মন খারাপ বাংলার
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
কাশ্মীরের জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ঝালদার ভূমিপুত্র মনীশ রঞ্জন মিশ্রার। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। মনীশরঞ্জন মিশ্র-র বাড়িতে সকাল থেকেই মানুষজনদের ভিড়।
পুরুলিয়া : কাশ্মীরের জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ঝালদার ভূমিপুত্র মনীশ রঞ্জন মিশ্রার। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। মনীশরঞ্জন মিশ্র-র বাড়িতে সকাল থেকেই মানুষজনদের ভিড়। তাঁর কফিনবন্দি মৃতদেহ ইতিমধ্যেই পৌঁছয় ঝালদার বাড়িতে। রাঁচি সিআরপিএফ ক্যাম্পে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে।
পুরুলিয়া জেলা প্রশাসন স্কট করে কাফিনবন্দী মৃতদেহ নিয়ে আসে। সঙ্গে ছিলেন সাধারণ প্রশাসনের আধিকারিকেরা। ঝালদা শ্মশানে হবে শেষকৃত্য। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রতিবেশীরাও শোকাহত। ভূস্বর্গে বেড়াতে গিয়ে আর ফেরা হল না বাড়িতে। কাশ্মীরের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ঝালদার মনীশ রঞ্জন মিশ্র।
আরও পড়ুন- ফিরলেন তবে কফিন বন্দী হয়ে, কাশ্মীর হামলায় নিহত কলকাতার ২ পর্যটককে শ্রদ্ধা জ্ঞাপন
এরই প্রতিবাদে পুরুলিয়ার ঝালদায় ১২ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই বনধ চলবে। নিহত আইবি অফিসারের বাড়িতে রয়েছেন ঝালদা নাগরিক মঞ্চের কর্মকর্তারা।
advertisement
advertisement
উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন শাসক দলের নেতারাও। কাতারে কাতারে মানুষের ভিড় হয়েছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2025 1:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গিয়েছিলেন কাশ্মীর ঘুরতে, ফিরলেন কফিনে! পুরুলিয়ার মনীশের জন্য মন খারাপ বাংলার