সবাই এসে সোফায় বসে, বোঝেনি কিছুই! ফিল্মি কায়দায় হুড়মুড়িয়ে দমদমের ফ্ল্যাটে ঢুকল গোয়েন্দারা, সোফা ছিঁড়তেই যা সামনে এল...জালে পাচারকারীরা

Last Updated:

Smuggling Arrest: ফিল্মি কায়দায় সোফার ভেতর থেকে ৫৩.৫০ কেজি গাঁজা-সহ দুই পাচারকারী গ্রেফতার। জলের ট্যাঙ্কের কাছে নয়াপট্টি রোড এলাকায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

সোফার ভেতর থেকে ৫৩.৫০ কেজি গাঁজা
সোফার ভেতর থেকে ৫৩.৫০ কেজি গাঁজা
দমদম, শুভজিৎ সরকার: ফিল্মি কায়দায় সোফার ভেতর থেকে ৫৩.৫০ কেজি গাঁজা-সহ দুই পাচারকারী গ্রেফতার। এদিন, ৬ আগস্ট ২০২৫ তারিখে, জলের ট্যাঙ্কের কাছে নয়াপট্টি রোড এলাকায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট (বিকেপি)। নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে ডিডি বিভাগ এবং নাগেরবাজার থানার যৌথ অভিযানে একটি সন্দেহভাজন গাড়ি আটক করা হয়। তল্লাশির সময় সেই গাড়ি থেকে প্রায় ৫৩.৫০ কেজি গাঁজা উদ্ধার হয়।
ঘটনাস্থল থেকে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সুব্রত দে (৬০), পিতা মৃত শ্যামল কুমার দে, কোচবিহার জেলার এন.এন রোড, ভাশ পল্লীর বাসিন্দা ও সুরজিৎ বিশ্বাস (৩৪), পিতা শ্যামল বিশ্বাস, নদিয়া জেলার চাকদহ থানার সান্যাল চর গ্রামের বাসিন্দা। গ্রেফতারের পর সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এনডিপিএস আইনের আওতায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। মামলাটি নাগেরবাজার পিসি মামলা নং ১৭২/২৫ হিসাবে নথিভুক্ত হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল ঘোষণা স্থগিত, কবে বেরবে রেজাল্ট? কী কারণে এই স্থগিতাদেশ, জানুন কারণ
আজ বৃহস্পতিবার অভিযুক্তদের এলডি আদালতে পেশ করা হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার পেছনে বৃহত্তর মাদকচক্রের যোগসূত্র থাকতে পারে, তদন্ত চলছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় গোয়েন্দা বিভাগের সূত্র মারফত আরও বিভিন্ন জায়গায় এরকম তল্লাশি চলছে। এর আগেও দক্ষিণেশ্বরে ১০০ কেজি মাদক উদ্ধার ও খড়দহ, রহড়া অঞ্চল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, সোনা উদ্ধার হয়েছিল। এভাবেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বড় সাফল্য এবার নাগেরবাজার নয়াপট্টি রোড এলাকা থেকে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সবাই এসে সোফায় বসে, বোঝেনি কিছুই! ফিল্মি কায়দায় হুড়মুড়িয়ে দমদমের ফ্ল্যাটে ঢুকল গোয়েন্দারা, সোফা ছিঁড়তেই যা সামনে এল...জালে পাচারকারীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement