#কুলপি: কুলপি থানার কচুবেড়িয়াতে নিজের ১৪ বছরের নাবালিকা মেয়েকে যৌন হেনস্তা করার অপরাধে গ্রেফতার হল বাবা। ঘটনাটি ঘটেছিল ২৬ জুলাই। স্থানীয় সূত্রে জানা যায়, নাবালিকার মা গত তিনমাস আগে ক্যান্সার আক্রান্ত মারা যায়। ছোট ছোট আরও তিন ভাইবোনকে নিয়ে ওই নাবালিকা বাড়িতে থাকত। এই কুৎসিত ঘটনার জেরে নাবালিকাকে পাঠানো হল হোমে। আর অভিযুক্ত বাবাকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। অভিযুক্ত আজীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। নাবালিকা হোমে চলে যাওয়ার পর বাড়িতে আরো তিন ভাইবোনকে দেখার তেমন কেউ রইল না।
আজ কুলপি ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তারিক ইসলাম, কুলপি থানার ওসি সমরেশ ঘোষ, child care-এর কো অর্ডিনেটর দেবারতি সরকার ও রাজারামপুর অঞ্চল প্রধান ওই বাড়িতে যৌথ পরিদর্শন করেন। বাড়িতে থাকা ছোটো তিন নাবালক নাবালিকাকে প্রশাসনিকভাবে লালন পালনের ব্যবস্থা গ্রহণ করতে চায় তারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daughter, Father, Sexual Abuse