স্বামীর দিকে কাঁচি নিয়ে তেড়ে গেলেন স্ত্রী! শ্বশুর বাঁচাতে এলে বিঁধে গেল বুকে! রক্তে ভাসছে ঘর, ভয়ঙ্কর কাণ্ড ক্যানিংয়ে!

Last Updated:

ক্যানিং থানার রাজাপুর এলাকায় পারিবারিক অশান্তির জেরে বউমার হাতে খুন হলেন শ্বশুর স্বপন সর্দার। পুলিশ ছেলে প্রদীপ ও পুত্রবধূ মৌসুমিকে আটক করে তদন্ত শুরু করেছে।

News18
News18
অনুপ বিশ্বাস, ক্যানিং: পারিবারিক অশান্তি শেষমেশ গড়াল রক্তক্ষয়ী ঘটনার দিকে। ক্যানিং থানার অন্তর্গত রাজাপুর এলাকায় শুক্রবার রাতে বউমার হাতে খুন হলেন শ্বশুর। মৃতের নাম স্বপন সর্দার (৫৫)।
পুলিশ সূত্রে খবর, স্বপনের পুত্র প্রদীপ সর্দারের সঙ্গে তাঁর স্ত্রী মৌসুমি সর্দারের বিবাদ চলছিল। সেই রাতেই তীব্র অশান্তি শুরু হয় তাঁদের মধ্যে। ঝগড়ার মাঝেই হাতে কাঁচি নিয়ে স্বামীর দিকে তেড়ে যান মৌসুমি। সেই সময় ছেলেকে বাঁচাতে ছুটে আসেন স্বপন সর্দার। ছেলেকে সরিয়ে নেওয়ার চেষ্টায় গিয়ে মৌসুমির হাত থেকে কাঁচির আঘাত সোজা গিয়ে লাগে স্বপনের বুকে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
advertisement
advertisement
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। ইতিমধ্যেই ছেলে প্রদীপ ও পুত্রবধূ মৌসুমিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বামীর দিকে কাঁচি নিয়ে তেড়ে গেলেন স্ত্রী! শ্বশুর বাঁচাতে এলে বিঁধে গেল বুকে! রক্তে ভাসছে ঘর, ভয়ঙ্কর কাণ্ড ক্যানিংয়ে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement