শাশুড়িকে মাটিতে ফেলে, চুলের মুঠি ধরে মারধর করল পুত্রবধূ ! ভাইরাল ভিডিও
Last Updated:
#দুর্গাপুর: টিভি সিরিয়ালের শাশুড়ি-বৌমার ঝগড়া নয়। রিল লাইফ নয়। রিয়েল লাইফ। শাশুড়িকে চুলের মুঠি ধরে মারধর করছেন পুত্রবধু। এই নির্মম ঘটনার ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছিলেন এক প্রতিবেশী। নিমেষে সেই পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। ওই নিপীড়িতা বৃদ্ধাকে তাঁর বউমার হাত থেকে বাঁচানোর আর্জি জানান সাধারণ মানুষজন ৷
এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা ৷ এই ঘটনাটি হল দুর্গাপুরের বিদ্যাপতি রোডের ৷ প্রতিবেশীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বাড়িতে গেলে দেখা যায়, অভিযুক্ত পলাতক ৷ প্রতিবেশীদের তরফে জানা গিয়েছে প্রায় প্রতিদিনই ওই মহিলা তাঁর শাশুড়িকে মারধর করতেন ৷ তবে, এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্তের স্বামী ৷
advertisement
এর আগে বাঁশদ্রোণী এলাকাতেই এমন এক ঘটনার ভিডিও সামনে এসেছিল ৷ সে সময় বিনা অনুমতিতে শাশুড়ি বাগান থেকে ফুল তোলায়, বউমার হাতে বেধড়ক মার খেয়েছিলেন তিনি ৷ সে সময় শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করার জন্য পুলিশ গ্রেফতার করেছিলেন অভিযুক্ত বউমাকে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2018 6:48 PM IST