• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • শাশুড়িকে মাটিতে ফেলে, চুলের মুঠি ধরে মারধর করল পুত্রবধূ ! ভাইরাল ভিডিও

শাশুড়িকে মাটিতে ফেলে, চুলের মুঠি ধরে মারধর করল পুত্রবধূ ! ভাইরাল ভিডিও

ছবি: নিউজ এইটিন ৷

ছবি: নিউজ এইটিন ৷

 • Share this:

  #দুর্গাপুর: টিভি সিরিয়ালের শাশুড়ি-বৌমার ঝগড়া নয়। রিল লাইফ নয়। রিয়েল লাইফ। শাশুড়িকে চুলের মুঠি ধরে মারধর করছেন পুত্রবধু। এই নির্মম ঘটনার ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছিলেন এক প্রতিবেশী। নিমেষে সেই পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। ওই নিপীড়িতা বৃদ্ধাকে তাঁর বউমার হাত থেকে বাঁচানোর আর্জি জানান সাধারণ মানুষজন ৷

  এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা ৷ এই ঘটনাটি হল দুর্গাপুরের বিদ্যাপতি রোডের ৷ প্রতিবেশীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বাড়িতে গেলে দেখা যায়, অভিযুক্ত পলাতক ৷ প্রতিবেশীদের তরফে জানা গিয়েছে প্রায় প্রতিদিনই ওই মহিলা তাঁর শাশুড়িকে মারধর করতেন ৷ তবে, এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্তের স্বামী ৷ এর আগে বাঁশদ্রোণী এলাকাতেই এমন এক ঘটনার ভিডিও সামনে এসেছিল ৷ সে সময় বিনা অনুমতিতে শাশুড়ি বাগান থেকে ফুল তোলায়, বউমার হাতে বেধড়ক মার খেয়েছিলেন তিনি ৷ সে সময় শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করার জন্য পুলিশ গ্রেফতার করেছিলেন অভিযুক্ত বউমাকে ৷

  First published: