Youth Missing: মৃত্যু মিছিল বেড়েই চলেছে পাহাড়ে, ধস নামার পর থেকে খোঁজ মিলছে না ডায়মন্ড হারবারের যুবকের, উৎকন্ঠায় পরিবার

Last Updated:

Youth Missing: দার্জিলিং-এর বিপর্যয়ে নিখোঁজ ডায়মন্ডহারবারের যুবক। এই ঘটনায় ওই যুবকের পরিবারের সদস্যরা চিন্তায় রয়েছেন। ওই যুবকের নাম নাম হিমাদ্রি পুরকাইত (২৫)।

নিখোঁজ হিমাদ্রী 
নিখোঁজ হিমাদ্রী 
ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দার্জিলিং-এর বিপর্যয়ে নিখোঁজ ডায়মন্ড হারবারের যুবক। এই ঘটনায় ওই যুবকের পরিবারের সদস্যরা চিন্তায় রয়েছেন। ওই যুবকের নাম নাম হিমাদ্রি পুরকাইত (২৫)।
কাজের সূত্রে উত্তরবঙ্গের সুখিয়া পোখরি গিয়েছিলেন ডায়মন্ড হারবারের এক তরুণ। গতকাল পাহাড়ি নদীতে হড়পা বান ও ধস নামার পর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন তিনি৷ বাড়ি ডায়মন্ড হারবারের পারুলিয়া উপকূল থানার কামারপোল এলাকায়।
আরও পড়ুন-রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো…! ভুলেও দাঁতে কাটবেন না এই খাবার, মা লক্ষ্মী রুষ্ট হলেই ঘোর অমঙ্গল, চরম বিপর্যয়ে জীবন ছারখার
তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। কখনও ট্যুর গাইড হিসেবে, কখনও স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন পাহাড়ি এলাকায় কাজ করতেন।
advertisement
advertisement
গায়ক হিসেবেও তাঁর সুনাম ছিল। পুজোর আগে, গত ২২ সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে সুখিয়া পোখরিতে গিয়েছিলেন।
আরও পড়ুন-মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় এই ৪ রাশি…! চাকরিতে প্রমোশন, বাড়বে মোটা টাকা বেতন, লক্ষ্মীর আশীর্বাদে উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, আপনার ভাগ্যে কী
সেখানকার সোনাদা এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগও করেছিলেন। কিন্তু গতকালের পর থেকে হিমাদ্রির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখনও তাঁর কোন খোঁজ মেলেনি। এই পরিস্থিতিতে উৎকন্ঠার মধ্যে রয়েছেন বন্ধু ও পরিবারের সদস্যরা।
advertisement
শনিবার রাতে যখন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছিল, সেই সময়ে বাড়িতে ফোন করেছিলেন তিনি। পরিবারের সকলকে সাবধানে থাকার কথাও বলেছিলেন তিনি। সেই সময় পর্যন্ত নিরাপদে রয়েছেন বলে জানিয়েছিলেন হিমাদ্রি। এর পরে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা।
ওই হোম-স্টে যে এলাকায়, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সেই অঞ্চলটিও। ক্ষতিগ্রস্ত হোম স্টেটিও। স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন হিমাদ্রির পরিবারের সদস্যরা। ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন পরিবারের সঙ্গে দেখা করে সব রকম সাহায্যের আশ্বাস দেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Youth Missing: মৃত্যু মিছিল বেড়েই চলেছে পাহাড়ে, ধস নামার পর থেকে খোঁজ মিলছে না ডায়মন্ড হারবারের যুবকের, উৎকন্ঠায় পরিবার
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement