বারুইপুর থানার চম্পাহাটি এলাকায় রাতে নৈশপ্রহরীর কাজ করেন শ্যামল মন্ডল ৷ রাত একটার পর হঠাৎই দু’জন দুষ্কৃতী এসে শ্যামল মন্ডলের মুখের মধ্যে আগ্নেয়াস্ত্রের নল ঢুকিয়ে দিয়ে খুনের হুমকি দেয় ৷ তারপরেই সংজ্ঞা হারান শ্যামল মন্ডল ৷ এরপর সোনার দোকানের চারটি তালা ভেঙে ডাকাতির চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ তবে দোকান থেকে কিছুই নিয়ে যেতে পারেনি তারা ৷ ভোরে বিষয়টি জানাজানি হওয়ায় দোকানের মালিক সৌমিত্র ভট্টাচার্য ঘটনাস্থলে আসেন ৷ সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ৷ তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে এলাকার বাসিন্দারা ৷ ওই এলাকায় কুড়ি মিটার দূরত্বে রয়েছে চম্পাহাটি পুলিশ ফাঁড়ি ৷ কেন পুলিশ টের পেল না, সে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকাবাসীরা ৷ সম্প্রতি ডাকাতির চেষ্টা রুখতে গিয়ে নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে ৷ তারপর থেকে বারবার সোনার দোকানে ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
Published by:Simli Raha
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।