Cyclone Remal Update: রিমল আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে সুন্দরবন

Last Updated:

Cyclone Remal Update: ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে বিদ্যুৎ থেকে পানীয় জল সব ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়েছিল সুন্দরবনের বাসিন্দাদের। তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন এখানকার উপকূলবর্তী এলাকার বাসিন্দারা

স্বাভাবিক ছন্দে সুন্দরবন
স্বাভাবিক ছন্দে সুন্দরবন
দক্ষিণ ২৪ পরগনা: রিমলের দাপটে তছনছ হয়ে গিয়েছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলো। ঘূর্ণিঝড় রবিবার স্থলভাগে আছড়ে পড়ার পর সুন্দরবনের প্রচুর গাছ শিকড় উপড়ে পড়ে যায়। ফলে এখানকার বিস্তীর্ণ এলাকায় রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। থমকে যায় জনজীবন। তবে সেই ধাক্কা কাটিয়ে মঙ্গলবার থেকে ধীরে ধীরে ছন্দে ফিরছে সুন্দরবন।
ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে বিদ্যুৎ থেকে পানীয় জল সব ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়েছিল সুন্দরবনের বাসিন্দাদের। তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন এখানকার উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। রাস্তায় পড়ে থাকা গাছ প্রশাসনের তরফ থেকে কেটে ফেলা হচ্ছে। যে এলাকাগুলি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছিল সেই জায়গাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনার কাজ চলছে। বেশিরভাগ এলাকাতেই সোমবার রাত থেকেই বিদ্যুৎ চালু হয়ে গিয়েছে।
advertisement
advertisement
যেসব জায়গায় বিদ্যুতের খুঁটি বা ইলেকট্রিক পোল উপড়ে গিয়েছে সেখানেও দ্রুতগতিতে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে কাজ চলছে। চালু করে দেওয়া হয়েছে ফেরি সার্ভিস। যে সমস্ত মানুষ এই ঝড়ের দাপটে বাড়ি ফিরতে পারিনি তাঁরাও কিন্তু ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। আশ্রয় শিবিরগুলোয় ঠাঁই নেওয়া মানুষজন‌ও ধীরে ধীরে প্রশাসনের উদ্যোগে নদীর পাড়ের কাঁচা বাড়িতে ফিরতে শুরু করেছেন।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Remal Update: রিমল আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে সুন্দরবন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement