Cyclone Dana: খাঁ খাঁ করছে... কোনও লোক নেই! এ কী অবস্থা মন্দারমণির... ক্রমেই উত্তাল হচ্ছে সমুদ্র
- Published by:Rachana Majumder
- local18
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
সমুদ্রে যাওয়ার পথ আটকে দিয়ে নজরদারিও চালাচ্ছে পুলিশ।
ধেয়ে আসা ঘূর্ণিঝড় দানার কথা মাথায় রেখে মন্দরমণি সমুদ্র সৈকতে নামার রাস্তাতেও দেওয়া হলো বাঁশের বেড়া। ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। যার জেরে মন্দারমণি, শংকরপুর, তাজপুর, দিঘা-সহ সব সমুদ্র সৈকত এলাকাতেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
সূত্রের খবর, মন্দারমণিতে বেড়াতে আসা সমস্ত পর্যটকদেরই ফিরিয়ে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত লাগোয়া সমস্ত হোটেল থেকে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে।তারপরও যাতে কেউ সমুদ্র সৈকতের ধারে পৌঁছতে না পারে তার জন্য সমুদ্রে যাওয়ার পথে বাঁশের ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে। সমুদ্রে যাওয়ার পথ আটকে দিয়ে নজরদারিও চালাচ্ছে পুলিশ।
advertisement
advertisement
‘দানা’-কে সামনে রেখে এখনও পর্যন্ত রাজ্যের দেড় লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হল বলেই নবান্ন সূত্রে খবর। পূর্ব মেদিনীপুর জেলায় সবথেকে বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হল। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ওয়ান, রামনগর টু, দেশপ্রাণ অঞ্চল থেকে প্রায় ৯০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন, কেশিয়াড়ি থেকে প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে এখনও পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা দ্বীপ, সাগর অঞ্চল, গোসাবা, অঞ্চলগুলি থেকে ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। রিপোর্ট এল নবান্নে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 24, 2024 1:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Dana: খাঁ খাঁ করছে... কোনও লোক নেই! এ কী অবস্থা মন্দারমণির... ক্রমেই উত্তাল হচ্ছে সমুদ্র