Cyber Crime: এবার প্রতিটা থানায় সাইবার ক্রাইম অভিযোগ জানাতে পারবে মানুষ
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Cyber Crime: সাইবার ক্রাইমের ঘটনাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতারকরা নানানভাবে তাদের জাল বিছিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করছে
হাওড়া: আজকের দিনে সাইবার ক্রাইমের সংখ্যা হু হু করে বাড়ছে। তা ঠেকাতে প্রশাসন কেউ নানান কৌশল অবলম্বন করতে হচ্ছে পুলিশের মধ্যেও চালু হয়েছে পৃথক সাইবার ক্রাইম বিভাগ। তবে এতদিন আলাদা করে সাইবার ক্রাইম বিভাগে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ জানাতে হত। তবে এখন থেকে হাওড়া জেলার প্রতিটি থানায় সাইবার ক্রাইম নিয়ে অভিযোগ জানাতে পারবে আমজনতা।
আরও পড়ুন: সীমান্তের জিরো গ্রাউন্ডে বিশেষ এই দেবীর পুজো! বহু ভক্তের ভিড়
আজকের দিনে যত বেশি অনলাইনে লেনদেন বাড়ছে ততই সাইবার ক্রাইমের ঘটনাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতারকরা নানানভাবে তাদের জাল বিছিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করছে। সাইবার হ্যাকিংয়ের পরিমাণ বহু গুনে বেড়ে গিয়েছে। বারবার সতর্ক করা সত্ত্বেও বিভিন্ন সময় না বুঝেই মানুষ প্রতারকদের ফাঁদে পা দিয়ে সর্বশ্রান্ত হচ্ছেন। একটু অসাবধান হলেই লক্ষ লক্ষ টাকা হ্যাকারদের হাতে চলে যাচ্ছে।
advertisement
এই সাইবার প্রতারণার ঘটনাগুলি ভালোভাবে সমাধান করতে এবার এগিয়ে এসেছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সাইবার ক্রাইম সংক্রান্ত যেকোনও অভিযোগ প্রতিটি থানায় জানানো যাবে। এর ফলে সাধারণ মানুষ অনেক সহজে এবং দ্রুত সাইবার ক্রাইম সংক্রান্ত যাবতীয় অভিযোগ নিয়ে পুলিশের কাছে নিয়ে হাজির হতে পারবে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 05, 2024 12:18 AM IST







