Crude Oil In Ashok Nagar: অশোকনগরে থাকেন নাকি, জানেন পাওয়া যাচ্ছে গ্যালন গ্যালন খনিজ তেল, মালমালা হলেন বলে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Huge Money Earning Oppurtunity For Ashoknagar: অশোকনগরে পাওয়া খনিজ তেল ঘিরে নতুন আশার আলো দেখছেন স্থানীয়রা, কি হবে এই বিপুল ভান্ডারের
উত্তর ২৪ পরগনা: অশোকনগরে খনিজ তেল মিলেছিল আগেই, তবে তা উত্তোলন করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তৎপরতা চোখে পড়েনি এখনও। পরীক্ষামূলকভাবে বিস্তীর্ণ এই এলাকায় পাওয়া খনিজ তেল এর মান বিচার করে তা অত্যন্ত উন্নত মানের, বলেই জানানো হয় ওএনজিসি তরফে। পরবর্তীতে অশোকনগরের বিভিন্ন কেন্দ্রে ওএনজিসির কাজ বন্ধ হয়ে থাকতে দেখা যায়। তবে এবার যেন নতুন করে আশার আলো দেখা দিল অশোকনগরে।
ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার কিছু অংশে প্রায় ৪২ হাজার কোটি টাকার তরল সোনা(ক্রুড অয়েল ও প্রাকৃতিক গ্যাস) এর ভাণ্ডার রয়েছে বলেই সরকারিভাবে চিহ্নিত করা হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য সংসদে এই আবিষ্কারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

advertisement
advertisement
অশোকনগরে পাওয়া গেল খনিজ তেল
তার জবাবে ওএনজিসির পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই অশোকনগর বাইগাছি-সহ একাধিক এলাকায় তেল ও গ্যাসের ভাণ্ডার খুঁজে পাওয়া গিয়েছে। উল্লেখ্য, কয়েক বছর আগে তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অশোকনগরে ওএনজিসির প্রথম প্ল্যান্ট উদ্বোধন করেছিলেন বাইগাছিতে। এরপর একে একে আশেপাশের বিভিন্ন এলাকায়ও তরল সোনার সন্ধান মিলেছে।
advertisement
তবে কেন্দ্রে এই ঘোষণার পর ওএনজিসির প্রকল্প ঘিরে আবারও যেন নতুন আশা দেখছে অশোকনগরের সাধারণ মানুষ। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন, এই প্রকল্পের জন্য ৪৫ বিঘা জমি মাত্র এক টাকার বিনিময়ে রাজ্য সরকার ওএনজিসিকে দিয়েছে। রাজ্য সরকার সহ স্থানীয় প্রশাসনের তরফেও সব রকম ভাবে গুরুত্ব দিয়ে তাদের বিষয়টি দেখা হচ্ছে।
advertisement
তবে ওএনজিসি যাতে দ্রুত কাজ শুরু করে, পাশাপাশি এলাকার বেকার যুবক-যুবতীদেরও যাতে কর্মসংস্থানের সুযোগ হয় সেদিকেও আবেদন জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত প্রকল্পের কাজ শুরু হলে, অর্থাৎ তেল উত্তোলন শুরু হলে একদিকে যেমন এলাকায় কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে রাজ্যের অর্থনীতিও চাঙ্গা হবে। বদলে যাবে অশোকনগরের ব্যবসায়িক অবস্থান বলেও আশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। এখন দেখার ওএনজিসি তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয় এই বিপুল পরিমাণ তৈল ভান্ডার কে ঘিরে।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 11:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crude Oil In Ashok Nagar: অশোকনগরে থাকেন নাকি, জানেন পাওয়া যাচ্ছে গ্যালন গ্যালন খনিজ তেল, মালমালা হলেন বলে