North 24 Parganas News: এই মেলায় দেখা মিলছে রঙিন মাছের দুনিয়ার ! কোথায় জেনে নিন

Last Updated:

বছর শেষে জমজমাট পানিহাটি উৎসব ও বইমেলা। মেলায় রঙিন মাছের দুনিয়া দেখতে ভিড় মানুষের।

+
রঙিন

রঙিন মাছের দুনিয়া

উত্তর ২৪ পরগনা: বছর শেষে জমজমাট পানিহাটি উৎসব ও বইমেলা। প্রতিদিনই হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই মেলায়। মেলার নানা স্টল ভ্রমণের পাশাপাশি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এই মেলায় এবার সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে অ্যাকোয়া ওয়ার্ল্ড। জলের নীচের জগৎ ফুটে উঠেছে এখানে। হরেক রকমের রঙিন মাছ মন কেড়েছে মেলায় আসা মানুষদের। প্রতিদিন এই রঙিন মাছের প্রদর্শনী দেখতে রীতিমতো পড়ছে লাইন।
অনেকেই শখের বসে বাড়িতে রঙিন মাছ পোষেন। তাদের কাছেও এই অ্যাকোয়া ওয়ার্ল্ড বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। মাত্র ১৫ টাকা টিকিটে প্রদর্শনীতে ঢুকলে দেখা যাচ্ছে অ্যামাজনের মাছ থেকে শুরু করে নোনা জলে থাকা নানা বিদেশি মাছও। মেরিনা কাপ থেকে ক্যাট ফিশ, প্যারোট ফিশ, গোল্ডফিশ, অ্যাঞ্জেলের মতো রঙিন মন কাড়া এই মাছেদের জগৎ ছোট থেকে সকল বয়সের মানুষের কাছে বাড়তি আনন্দ যোগ করছে। রঙিন মাছের পাখনা মেলে খেলে বেড়ানো দেখলে কাটে অবসাদ। বিশেষজ্ঞরা বলেন উচ্চ রক্তচাপ কমাতে ও মন ভালো করতে অনেক আংশেই কাজ দেয় এই রঙিন মাছ।
advertisement
advertisement
জানাযায়, ২৮৮ ধরনের রঙিন মাছ এ দেশে জনপ্রিয়। তার মধ্যে ২৬১ প্রজাতির মাছ ডিম পাড়ে। ২৭ প্রজাতির মাছ সরাসরি বাচ্চা দেয়। এক-একটি মাছের স্বভাব চরিত্র এক-একরকম। কেউ একা থাকতে ভালোবাসে। কারও আবার সঙ্গী হারালে মনখারাপ। দেশ-বিদেশের নানা মাছেদের পাশাপাশি পানিহাটি মেলার এই প্রদর্শনীতে দেখা মিলছে ঘরের অ্যাকুরিয়ামে রাখার মলি-গাপ্পির পাশাপাশি অ্যাঞ্জেল, গোল্ডফিশ সহ নানা ধরনের মাছ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই প্রদর্শনী থেকে মাছ কেনার সুযোগ থাকছে। তাই আপনারও যদি রঙিন মাছের সখ থাকে, তবে ঘুরে আসতে পারেন পানিহাটি মেলার এই রঙিন মাছেদের জগৎ থেকে। যা চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: এই মেলায় দেখা মিলছে রঙিন মাছের দুনিয়ার ! কোথায় জেনে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement