Big Fish: সর্বনাশ! কলকাতার কাছেই এ কী মিলল চাষের জমিতে! পরিচয় জানলে ভয়ে শিউরে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Big Fish: কুঁচে সদৃশ বিশালাকৃতির এ মাছটির শরীর বেশ তেলতেলে। মাছটি বেশ শক্তিশালীও।
বসিরহাট: সুন্দরবনের চাষের জমিতে মিলল বিরল প্রজাতি মাছ, দেখতে ভিড় করছেন মানুষ। সুন্দরবনের হিঙ্গলগঞ্জের মাছের বাজারে দেখা মিললো বিরল প্রজাতির একটি মাছ। সাড়ে পাঁচ কেজি ওজনের অচেনা মাছটি ঘিরে উৎসুক মানুষের জটলা। কুঁচে সদৃশ বিশালাকৃতির এ মাছটির শরীর বেশ তেলতেলে। মাছটি বেশ শক্তিশালীও।
হাতে তুলে ধরে রাখা মুশকিল। মানুষ ভিড় করছে অচেনা এই মাছটি দেখতে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের আমবেড়িয়ার ঘটনা। এদিন সকালে আমবেড়িয়ার স্থানীয় চাষি তারা পদ মন্ডল জমিতে ধান কাটতে গিয়ে দেখে হুলস্থ কান্ড। মাছে নষ্ট করছে ফসল। দেখে স্বভাবতই তিনি হকচকিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয়দের ডেকে মাছটিকে দেখাতেই সনাক্ত করা যায় মাছটি বিরল প্রজাতির বাঙ্গাস মাছ। তারপরে সেটিকে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হয়। মাছটি লম্বায় প্রায় ৬ফুট, ১ফুট চওড়া ও ওজন ৫ কিলো ৬০০ গ্রাম।
advertisement
advertisement
বিশালাকার মাছটিকে বাজারে নিয়ে গেলে এলাকার মানুষ আগ্রহ নয়ে মাছটিকে দেখতে যান, অনেকেই তো আবার চলতি পথে গাড়ি থামিয়ে মাছ দেখতে ভিড় জমান। এলাকার অনেকেই এ ধরনের মাছ এই অঞ্চলে প্রথম দেখেছেন বলে জানান।
advertisement
কী করে মাছটি নদী ছেড়ে চাষের জমিতে চলে এল তা বুঝতে পারছেন না এলাকার মানুষজন। তবে প্রাথমিক ধারণা, খাবারের সন্ধানেই এই মাছ নদী ছেড়ে উপরে উঠে এসেছে।
—– জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 29, 2023 4:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Big Fish: সর্বনাশ! কলকাতার কাছেই এ কী মিলল চাষের জমিতে! পরিচয় জানলে ভয়ে শিউরে উঠবেন