Hoogly News: গঙ্গায় পা ফেললেই গিলে খাবে...! হুগলি নদীতে ওটা কী! ভয়ে কাঁটা এলাকাবাসী
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Hoogly News : দক্ষিণ ২৪ পরগনার কুল্পি হরিনারায়ণপুর এলাকায় হুগলি নদীতে কুমির দেখা যাওয়ায় আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে।
কুল্পি : দক্ষিণ ২৪ পরগনার কুল্পি হরিনারায়ণপুর এলাকায় হুগলি নদীতে কুমির দেখা যাওয়ায় আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে। শুক্রবার রাতে এলাকার কিছু বাসিন্দা নদীতে কুমিরটিকে দেখতে পান। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।
উল্লেখ্য, শুক্রবার সকালে ফলতা এলাকায় হুগলি নদীতে কুমির দেখা যায়। এবার কুল্পিতেও একই ঘটনা সামনে আসায় নদীর ধারে বসবাসকারী মানুষজন আতঙ্কে রয়েছেন।
advertisement
স্থানীয় বাসীন্দারা জানান, কেউ বা কারা হুগলি নদীতে কুমির ছেড়ে গিয়েছে। তবে কি বনদফতর এর পক্ষ থেকে এই কুমির ছেড়ে দেওয়া হল হুগলি নদীতে? সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি বন দফতরের পক্ষ থেকে।
advertisement
স্থানীয় প্রশাসন ও বনদফতরকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। তবে সচরাচর হুগলি নদীতে কুমির দেখা যায় না। একই দিনে হুগলি নদীর দুই জায়গায় কুমির দেখা যাওয়াতে আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা।
advertisement
আনিশ উদ্দিন মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 12:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hoogly News: গঙ্গায় পা ফেললেই গিলে খাবে...! হুগলি নদীতে ওটা কী! ভয়ে কাঁটা এলাকাবাসী