এবার মহানন্দা নদীতে 'আতঙ্ক', সকাল সকাল ভিড় জমে গেল নদীর পাড়ে

Last Updated:

Crocodile In Mahananda: সুন্দরবন থেকে মালদহে আট সদস্যের কুমির উদ্ধারকারী দল।

#মালদহ: দুদিন আগেই তার দেখা মিলেছিল মানিকচকের মরা কালিন্দী নদীতে। এর পর থেকেই নদীতে স্নান, জলে নামা নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। সুন্দরবন থেকে বন দপ্তরের কুমির উদ্ধারের প্রশিক্ষিত দল রবিবারই এসে পৌঁছয় মালদহে। কিন্তু, ওই দল কালিন্দী নদীতে খোঁজা খুঁজি শুরু করার আগেই এবার পুরাতন মালদহে মহানন্দা নদীতে কুমির দর্শন।
সকালে পুরাতন মালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে চালিশা পাড়া এলাকায় মহানন্দা নদীতে কুমির দেখতে পান স্থানীয়রা। প্রথমে নদীর পাড়ে ও পরে নদীর জলে কুমিরের গতিবিধি লক্ষ্য করা যায়। ঘটনায় হইচই পড়ে এলাকায়।
আরও পড়ুন- বিরল মাছ বিরাট চাহিদা! দিঘায় এই মাছ দেখে হতবাক সকলে
কুমিরের খবর চাউর হতেই প্রচুর মানুষ ভিড় করেন নদীর পাড়ে। এলাকায় পৌঁছয় মালদা থানার পুলিশ এবং বনদপ্তরের কর্মী ও আধিকারিকেরা। মহানন্দা নদীর জলে কুমির রয়েছে, তা নিশ্চিত হতেই সুন্দরবন থেকে আসা প্রশিক্ষিত দলকে মহানন্দায় আনা হয়।
advertisement
advertisement
বন বিভাগ সূত্রের খবর, মানিকচকে কালিন্দী  নদীর সঙ্গে যোগসূত্র রয়েছে মহানন্দা নদীর। কালিন্দী নদীর পথ ধরে ওই একই কুমির এদিন পুরাতন মালদহে মহানন্দা নদীতে পৌঁছয় বলে অনুমান বন দপ্তরের।
পুরাতন মালদহের চালিশা পাড়ার বাসিন্দারা জানান, জলের মধ্যে যা দেখা গিয়েছে তাতে কুমিরটির আকার আয়তন বেশ বড়। কখনও জল থেকে নদীর পাড়ে উঠে আসছে, আবার কখনও  জলে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে ওই কুমিরটিকে।
advertisement
মহানন্দা নদীতে প্রায় অধিকাংশ ঘাটে দৈনন্দিন স্নান, জামা কাপড় কাঁচা সহ নানা কাজে মানুষ জলে নামেন। এই অবস্থায় কুমির থেকে বিপদের আশঙ্কাও করছেন অনেকে।
আরও পড়ুন- হাবরা হাসপাতালের জমিতে বসবাস, প্রশাসনের উচ্ছেদের নোটিশ ঘিরে আতঙ্কে বাসিন্দারা
বন দপ্তরের সহ বিভাগীয় বন আধিকারিক সুজিত দাস জানিয়েছেন, কুমিরের যা গতিবিধি তাতে কুমিরটি ক্রমশ নিচের দিকে এগোচ্ছে। বাংলাদেশের দিকে এগোচ্ছে কুমির। সুন্দরবন থেকে আট সদস্যের দল মালদহে এসেছে। তাঁরা নদীতে কুমিরটিকে অনুসরণ করে এগোচ্ছে। কোথাও জল কম থাকলে সেখানে কুমিরটিকে উদ্ধার করার চেষ্টা চালানো হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এবার মহানন্দা নদীতে 'আতঙ্ক', সকাল সকাল ভিড় জমে গেল নদীর পাড়ে
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement