Crime News: বান্ধবীর সঙ্গে ঘর বাঁধার আগে 'টাক-মাথা' স্বামীকে শিক্ষা দিতেই কি সন্তানকে খুন? কোন্নগরের ঘটনায় মোটিভ খুঁজছে পুলিশ

Last Updated:

প্রতিদিন একবার করে অন্তত 'বান্ধবী' ইফাফতের সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য বারবার পুলিশকর্তাদের অনুরোধ করছেন মৃত শ্রেয়াংশের মা শান্তা শর্মা

আদালতের নিয়ে যাওয়ার সময়ের ছবি
আদালতের নিয়ে যাওয়ার সময়ের ছবি
হুগলি: কোন্নগরের আট বছরের শিশু খুনের তদন্তে মায়ের ‘সমকামী’ সম্পর্কে দিক উঠে এসেছে। সরাসরি এই খুনে জড়িত থাকার অভিযোগে মৃত শিশু শ্রেয়াংশ শর্মার মা শান্তা শর্মা ও তাঁর বান্ধবী ইফাত পারভিনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। দুজনকে আলাদা আলাদা থানায় রেখে জিজ্ঞাসাবাদের কাজ চলছে। কিন্তু তদন্তের দায়িত্বে থাকা পুলিশের দুঁদে আধিকারিকদের বিস্মিত করেছে- সন্তানের মৃত্যুর শোক ছাপিয়ে বান্ধবীর সঙ্গে দেখা করতে চাওয়া নিয়ে শান্তার তীব্র আকুতি!
প্রতিদিন একবার করে অন্তত ‘বান্ধবী’ ইফাফতের সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য বারবার পুলিশকর্তাদের অনুরোধ করছেন মৃত শ্রেয়াংশের মা শান্তা শর্মা। কিন্তু দেখা করতে না পারায় শেষে অন্ততপক্ষে ফোনে বান্ধবীর সঙ্গে কথা বলতে দেওয়ার আবদার করেন তিনি। বান্ধবী খেয়েছে কিনা, কেমন আছে, ভাল থাকছে কিনা এইসব বারবার পুলিশ কর্তাদের জিজ্ঞেস করছেন তিনি। মৃত ছেলের বিষয়ে যেন তেমন একটা তাপ উত্তাপ নেই শান্তার! এই ধরনের আচরণে রীতিমত বিস্মিত তদন্তকারীরা। তাঁরা বোঝার চেষ্টা করছেন এই খুনের আসল মোটিভটা কী?
advertisement
advertisement
শিশু খুনের ঘটনায় ধৃত মা শান্তা শর্মাকে উত্তরপাড়া থানায় এবং তাঁর ‘বিয়ে করা’ বান্ধবীকে ইফাফত পারভিনকে শ্রীরামপুর মহিলা থানায় রাখা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের কাজ চলছে উত্তরপাড়া থানাতেই। তদন্তের দায়িত্বে থাকা পুলিশকর্তাদের মতে, ছেলেকে রেখে দিয়ে দিব্যি শান্তা বান্ধবীর সঙ্গে চলে যেতে পারতেন। অন্যত্র সংসার পাতাটা ছিল সহজ পথ। তাহলে কেন সন্তানকে খুন করতে হল? ঠিক এখানে গিয়েই এক ভয়ঙ্কর মানসিক বিকৃতির দিকে আলো ফেলছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, প্রথম দিন থেকেই স্বামী পঙ্কজ শর্মাকে পছন্দ ছিল না শান্তার। তাঁর মাথার টাক নিয়ে ছিল তীব্র আপত্তি। তবু এতদিন বাধ্য হয়েছিলেন শ্বশুরবাড়িতে ঘর করতে। বিয়ের দু’বছর পর ছেলে শ্রেয়াংশের জন্ম হয়। এতদিন নিজের ইচ্ছের বিরুদ্ধে চলতে একপ্রকার বাধ্য হওয়ায় শ্বশুরবাড়ির প্রত্যেককে শিক্ষা দেওয়ার মনোবৃত্তি তৈরি হয়ে থাকতে পারে তাঁর মধ্যে। সেই কারণেই হয়ত বান্ধবীর সঙ্গে পরিকল্পনা করে নিজেরই সন্তানকে খুনের ব্যবস্থা করেন শান্তা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
জানা গিয়েছে কোন্নগরের শ্বশুরবাড়িতে শ্বশুর ওমপ্রকাশ শর্মা, শাশুড়ি প্রেমলতা শর্মা, এক দেওর প্রভাত শর্মা ও জায়ের সঙ্গে বসবাস করতেন শান্তা। সঙ্গে স্বামী পঙ্কজ ও ছেলে শ্রেয়াংশ’ও ছিল। আর এক দেওর প্রবীর পরিবার নিয়ে শিলিগুড়িতে থাকতেন। শান্তার স্বামী পঙ্কজ জানিয়েছেন, ইফাফতের সঙ্গে দ্রুত তাঁর স্ত্রীর বন্ধুত্ব গভীর হয়ে উঠেছিল। প্রতি মাসে ২-৩ বার ইফাফাত পারভিন তাঁদের বাড়িতে আসতেন। তবে তাঁর অলক্ষে আরও বেশিবার এসে থাকতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন ছেলে শ্রেয়াংশকে হামেশাই লাঠিপেটা করতেন শান্তা। তবে পুলিশের জেরায় জানিয়েছেন, পড়া না পারলে তবেই মারতেন।
advertisement
এদিকে পুলিশের জেরায় এখনও শ্রেয়াংশকে খুনের কথা স্বীকার করেনি তার মা শান্তা বা মায়ের ‘বান্ধবী’ ইফাত পারভিন। শান্তা বারবার বলছেন, তিনি খুন করেননি। কিন্তু সন্তান মৃত্যুর কোন‌ও শোক‌ই যেন তাঁর মধ্যে নেই। বদলে বান্ধবীর গ্রেফতার হওয়াটা তাঁকে বেশি বিচলিত করছে। এই পরিস্থিতিতে মনোবিদের সাহায্য নিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই শান্তাকে পরীক্ষা করে দেখেছেন মনোবিদ।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: বান্ধবীর সঙ্গে ঘর বাঁধার আগে 'টাক-মাথা' স্বামীকে শিক্ষা দিতেই কি সন্তানকে খুন? কোন্নগরের ঘটনায় মোটিভ খুঁজছে পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement