Crime News: 'আর ১৫ মিনিট বাকি, দিতে হবে ১ কোটি টাকা!' WhatsApp ফোনে ঘুম উড়ল ব্যবসায়ীর
- Written by:Anup Chakraborty
- local18
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Crime News: জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কলে ওই ব্যবসায়ীকে হুমকি দিয়ে ফোন করা হয়
লেকটাউন: হাতে মাত্র ১৫ মিনিট। তার মধ্যেই এক কোটি টাকা দিতে হবে। টাকা না দিলে অপহরণ করে খুনের হুমকি পেয়ে ঘাবড়ে গেছিলেন লেকটাউনের এক ব্যবসায়ী। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কলে ওই ব্যবসায়ীকে হুমকি দিয়ে ফোন করা হয়। এরপরেই লেকটাউন থানার ব্যবসায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের পরেই সেই নম্বরের সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তে পুলিশ জানতে পারে হুমকি দেওয়া ওই ব্যক্তির নাম মৃত্যুঞ্জয় দে। সে বেলঘরিয়ার বাসিন্দা। পুলিশ তদন্ত নেমে ফোনের টাওয়ার লোকেশন করে জানতে পারে দমদম থানা এলাকার এম এম ঘোষ রোডের একটি জায়গায় সে রয়েছে। এরপরই পুলিশ সেখানে হানা দেয় এবং মৃত্যুঞ্জয় দে নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে এই ব্যক্তি একাধিক প্রতারণা চক্রের সঙ্গে জড়িত।
advertisement
advertisement
এর আগে বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির থেকে কয়েক লক্ষ টাকার প্রতারণা করেছে। পরবর্তীতে লেকটাউন থানার পুলিশ তার সেই ফ্ল্যাটে হানা দিয়ে বিমানবন্দরে চাকরি দেওয়ার একাধিক ফর্ম থেকে শুরু করে বিভিন্ন নথি উদ্ধার স্ট্যাম্প উদ্ধার করে। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে একাধিক ব্যক্তির থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলত সে। এইভাবে এছাড়া বিমানবন্দরের একাধিক পাস উদ্ধার হয়েছে।
advertisement
জানা গিয়েছে, এদিন অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। সূত্রের খবর, পুলিশ হেফাজতের আবেদন জানাবেন তদন্তকারীরা। সন্দেহ করা হচ্ছে, আরও অনেকে ওই ব্যক্তির প্রতারণা চক্রের শিকার হয়েছেন। গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 19, 2023 9:58 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: 'আর ১৫ মিনিট বাকি, দিতে হবে ১ কোটি টাকা!' WhatsApp ফোনে ঘুম উড়ল ব্যবসায়ীর







