Crime News: শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন? সাবধান! যা ঘটে গেল বিধাননগরে, শুনলে মাথায় হাত দেবেন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Crime News: শেয়ার মার্কেটে ইনভেস্ট। কম সময় অধিক লাভবান হওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা। প্রতারণার শিকার বিধাননগরের বাসিন্দা মলয় কুমার রায়। লিখিত অভিযোগের ভিত্তিতে বিধান নগর সাইবার পুলিশের হাতে গ্রেফতার দুই প্রতারণা চক্রের পান্ডা। ধৃত পীযূষ আগারওয়াল ও শ্যাম আগারওয়াল।
বিধাননগরঃ শেয়ার মার্কেটে ইনভেস্ট। কম সময় অধিক লাভবান হওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা। প্রতারণার শিকার বিধাননগরের বাসিন্দা মলয় কুমার রায়। লিখিত অভিযোগের ভিত্তিতে বিধান নগর সাইবার পুলিশের হাতে গ্রেফতার দুই প্রতারণা চক্রের পান্ডা। ধৃত পীযূষ আগারওয়াল ও শ্যাম আগারওয়াল।
আরও পড়ুনঃ ৫ দিনেই খেলা শুরু! ওজন কমবে বুলেট গতিতে! এই ৪ কাজেই মেদ গলবে ম্যাজিকের মতো…কোনও খরচ নেই কিন্তু
পুলিশ সূত্রে খবর, বিধান নগরের বাসিন্দা মলয় কুমার রায় ৪.১২.২০২৪ তারিখে বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করানোর নামে ওই ব্যক্তির থেকে ২৪ লক্ষ টাকা প্রতারণা করা হয়। সোশ্যাল মিডিয়া সাইটে একজনের সঙ্গে বন্ধুত্ব হয়। এরপরই তাকে একটা Whatsapp গ্রুপে এড করা হয়। সেই গ্রুপেই বিভিন্ন ভাবে লাভবান হওয়ার ব্যাপারে বলে তাকে উৎসাহী করা হয়।
advertisement
advertisement
তারপর ওই ব্যক্তি ২৪ লাখ টাকা তিনি ইনভেস্ট করেন। এরপর অন্য একটি ওয়েবসাইট ক্রিয়েট করা হয় যেখানে ইনভেস্ট করা সমস্ত ব্যক্তিরা তাঁদের কত টাকা ক্রেডিট হচ্ছে বা কত টাকা লাভবান হচ্ছে সেটা দেখতে পাবে। কিন্তু সেই টাকা কোনভাবেই একাউন্টে ট্রান্সফার করা যাচ্ছিল না। এরপরই তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছে।
advertisement
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে গতকাল কলকাতা শেওড়াফুলি ও হাওড়া এলাকায় হানা দিয়ে পীযূষ আগারওয়াল এবং শ্যাম আগারওয়াল নামে প্রতারণা চক্রের দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ বিধাননগর আদালতের তোলা হবে। নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজ চালাবে বলে পুলিশের দাবি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 05, 2025 3:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন? সাবধান! যা ঘটে গেল বিধাননগরে, শুনলে মাথায় হাত দেবেন