Personality Test: আপনার ভুরু মোটা নাকি পাতলা? দুটো ভুরুর মধ্যে কি দূরত্ব অনেক! জানেন কেমন মানুষ আপনি? ভুরুতেই লুকিয়ে আপানার ভবিষ্যত!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Personality Test: সমুদ্রশাস্ত্র অনুযায়ী ব্যক্তির শরীরের নানা অঙ্গ একজন মানুষ সম্পর্কে কিছু না কিছু জানিয়ে থাকে। চোখ, নাক, কান, কপাল— এ সবই ব্যক্তিত্বের বিভিন্ন দিক উন্মুক্ত করে। ঠিক সেভাবেই কোনও মানুষের ভুরু দেখে তাঁর সম্পর্কে নানান তথ্য জানা যায়
advertisement
জোড়া ভুরুকোনও ব্যক্তির ভুরু একে অপরের সঙ্গে জুড়ে থাকলে, সেই ব্যক্তি নিষ্ক্রীয় হয়ে বসে থাকতে পারে না। সব সময় কিছু না-কিছু করতে উদ্যোগী থাকেন তাঁরা। মস্তিষ্ককে বিশ্রাম দিতে চান না এমন ব্যক্তি। তাই নিজেকে সীমিত ও নিয়ন্ত্রিত রাখাই এই জাতকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন ব্যক্তি চতুর ও সংযমী হন। পরিশ্রম ও একাগ্রতার সাহায্যে জীবনে এগিয়ে যেতে চান এঁরা। জীবনসঙ্গীর সঙ্গে এঁদের সম্পর্কও ভালোবাসা পূর্ণ হয়।
advertisement
advertisement
advertisement
দুটো ভুরুর মধ‍্যে দূরত্বযে ব্যক্তি ভুরু যুগলের মধ্যে চোখে পড়ার মতো দূরত্ব থাকে এবং ভুরু একদম সোজা হয়, তাঁরা স্পষ্টবাদী হন। মুখের ওপর সপাটে উত্তর দেন। নিজের সিদ্ধান্তকে অধিক গুরুত্ব দেন এঁরা। তবে এঁরা আবেগপ্রবণও হয়ে থাকেন। আবেগের বশবর্তী হয়ে এঁরা ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন। অন্যের ষড়যন্ত্রের শিকার হতে সময় লাগে এমন ব্যক্তির। অসহায় ব্যক্তিকে সাহায্য করার গুণ থাকে এঁদের মধ্যে। এমন ব্যক্তির দাম্পত্য জীবনে ছোটখাটো বিবাদ চলতে থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement