Crime News: লাগাতার চলছিল...! চাকরির টোপ দিয়ে এ কী করল যুবক? বিরাট সর্বনাশ হয়ে গেল...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Crime News: সামাজিক মাধ্যমে বেসরকারী সংস্থায় লোভনীয় চাকরীর টোপ দিয়ে আর্থিক প্রতারণা করা হয়েছিল অনেকের সঙ্গে। সেইসব অভিযোগের ভিত্তিতে বর্ধমান সাইবার থানা ও মেমারি থানার যৌথ অভিযানে ২ জনকে গ্রেফতার করল পুলিশ।
বর্ধমান: সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছিল বেসরকারি ব্যাঙ্কে আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন। তা চোখে পড়েছিল অনেকেরই। অনেকেই যোগাযোগ করেছিলেন। তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল রেজিস্ট্রেশন ফি, সিকিউরিটির টাকা-সহ মোটা টাকা। সেই টাকা দিয়ে প্রতারিত হয়েছিলেন অনেকেই। এবার পুলিশি তদন্তে ধরা পড়ল দুই প্রতারক। উঠে এল চাঞ্চল্যকর তথ্য! জানা গেল, রাজ্যে ফের সক্রিয় জাল চাকরি চক্র।
সামাজিক মাধ্যমে বেসরকারী সংস্থায় লোভনীয় চাকরীর টোপ দিয়ে আর্থিক প্রতারণা করা হয়েছিল অনেকের সঙ্গে। সেইসব অভিযোগের ভিত্তিতে বর্ধমান সাইবার থানা ও মেমারি থানার যৌথ অভিযানে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। মেমারি থানা ও বর্ধমান সাইবার থানার যৌথ অভিযানে মেমারি থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃত সমীরণ মণ্ডলের আদি বাড়ি নদীয়ার তাহেরপুর থানার বীরনগর এলাকায়। মেমারির শ্রীদুর্গাপল্লী এলাকায় সে শ্বশুর বাড়িতে থাকত। ধৃত সুমিত রায়ের বাড়ি মেমারি থানার কৃষ্ণবাজার এলাকায়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যমে পেজ তৈরি করে বেসরকারি ব্যাঙ্কের লোভনীয় পদের টোপ দিয়ে বিজ্ঞাপন দিত সমীরণ। বিজ্ঞাপনের নীচে দেওয়া হতো ফোন নম্বর। তাদের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের প্রথমে রেজিস্ট্রেশনের নাম করে সুমিতের অ্যাকাউন্টের কিউ আর কোড পাঠানো হতো। ধৃতরা ফিশিং কল ও এসএমএসের মাধ্যমে যোগাযোগ করত একাধিক ফোন নম্বর ব্যবহার করে।একটি ফোন নম্বর প্রতারকরা একটি বিজ্ঞাপনের জন্য ব্যবহার করত। ফোন নম্বরটি এনসিআরপি পোর্টালে রিপোর্ট হয়ে ব্লক হয়ে গেলে প্রতারকরা আবার একটি বিজ্ঞাপন তৈরি করে নতুন ফোন নম্বর দিত। এইভাবেই রেজিস্ট্রেশন, সিকিউরিটি ডিপোজিটের নাম করে মোটা অঙ্কের টাকা হাসিল করত প্রতারকরা।
advertisement
আরও পড়ুন-একটুর জন্য প্রাণে বাঁচলেন নোরা ফতেহি, ভয়ঙ্কর বিধ্বংসী আগুনে পুড়ে ছাই সব, ঠিক আছেন তো নায়িকা?
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল অর্থাৎ এনসিআরপি-তে একাধিক অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের তদন্ত নেমে প্রতারিতদের কাছ থেকে পাওয়া ফোন নাম্বারগুলি যাচাই করে দেখা যায় পূর্ব বর্ধমান জেলা থেকে এই ফোনগুলি করা হয়েছে।এনসিআরপি থেকে বর্ধমান সাইবার থানাকে জানানোর পর সাইবার থানা স্বতঃপ্রণোদিত মামলার রুজু করে।এরপর মেমারি থানা ও পূর্ব বর্ধমান সাইবার ক্রাইম থানা যৌথভাবে অভিযান চালিয়ে মেমারি থেকে সমীরন মণ্ডল ও সুমিত রায়কে গ্রেফতার করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2025 2:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: লাগাতার চলছিল...! চাকরির টোপ দিয়ে এ কী করল যুবক? বিরাট সর্বনাশ হয়ে গেল...