Crime News: দাউদাউ করে জ্বলছে আগুন, নেভাতে গিয়েই তুলকালাম! আগ্নেয়াস্ত্র নিয়ে যা করল যুবক..., এলাকায় আতঙ্ক
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
Crime News: রাস্তার মাঝে জনসম্মুখে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি যুবকের। নামাজ শরিফ নামের ওই যুবক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে হুঁশিয়ারী দিতে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে।
মুর্শিদাবাদ: রাস্তার মাঝে জনসম্মুখে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি যুবকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সামশেরগঞ্জ থানার বাসুদেবপুর ৩৪নং জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। নামাজ শরিফ নামের ওই যুবক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে হুঁশিয়ারী দিতে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে এবং আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। সোমবার ধৃত নামাজ শরিফকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
সামশেরগঞ্জ থানার বাসুদেবপুর এলাকায় ৩৪নং জাতীয় সড়ক থেকে কিছুটা ভিতরেই নামাজ শরিফের বাড়ি। বাড়ির পাশেই একটি বড় বাঁশবাগান রয়েছে। রবিবার বিকেলে প্রতিবেশী এক কিশোর বাঁশবাগানের শুকনো পাতায় আগুন লাগিয়ে দেয়। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। কালো ধোয়া ছড়িয়ে পড়ে চারিদিকে। আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভোনোর কাজে হাত লাগায়। আর তখনই নামাজ শরিফ হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে এসে ওই কিশোরকে গুলি করতে উদ্যত হয়। কিন্তু স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। শুন্যে এক রাউন্ড গুলি করে বলেও অভিযোগ। খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নামে সামশেরগঞ্জ থানায় আগের কোনও অভিযোগ নেই। তবে ওই যুবক কোথা থেকে আগ্নেয়াস্ত্রটি পেয়েছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
এলাকাবাসী ফারহাদ শেখ বলেন, নামাজ শরিফদের যে বাঁশবাগান রয়েছে সেখানে প্রতিবেশী এক কিশোর আগুন লাগিয়ে দেয়। তারপরেই নামাজ হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বেড়িয়ে আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আমরা চাই পুলিশ যথাযথ তদন্ত করুক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2024 8:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: দাউদাউ করে জ্বলছে আগুন, নেভাতে গিয়েই তুলকালাম! আগ্নেয়াস্ত্র নিয়ে যা করল যুবক..., এলাকায় আতঙ্ক