Crime News: চরম নৃশংস! দক্ষিণেশ্বরে পুজোর নামে বেরিয়ে নাবালিকাকে খুন করল প্রেমিক, অভিযোগে গ্রেফতার ২

Last Updated:

Crime News: নাবালিকা প্রেমিকাকে ফুঁসলিয়ে হাওড়ার ডোমজুড় থেকে বাঁকুড়ায় নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিক ও তার বাবার বিরুদ্ধে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামী: নাবালিকা প্রেমিকাকে ফুঁসলিয়ে হাওড়ার ডোমজুড় থেকে বাঁকুড়ায় নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিক ও তার বাবার বিরুদ্ধে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাঁকুড়ার ছাতনা থানার তেঘরি গ্রাম পঞ্চায়েতের ধগড়া গ্রামে। নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ পেতেই অভিযুক্ত প্রেমিক ও তার বাবাকে আটক করেছে ছাতনা থানার পুলিশ। মৃত্যুর আসল কারণ জানতে আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নাবালিকার দেহের ময়নাতদন্ত হবে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।
জানা গেছে হাওড়ার ডোমজুড় এলাকায় একটি গেঞ্জি কারখানায় প্রিন্টিং এর কাজ করত বাঁকুড়ার ছাতনা থানার তেঘরি গ্রামের যুবক রাহুল বাউরী । যে কারখানায় ওই যুবক কাজ করত তার পাশেই অপর একটি গেঞ্জি কারখানার মালিকের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই যুবকের। সম্পর্ক মেনে নিলেও মেয়ে নাবালিকা থাকায় এখনই দু’জনের বিয়ে দিতে নারাজ ছিল মেয়ের পরিবার।
advertisement
advertisement
গত ১৫ নভেম্বর দক্ষিনেশ্বরে পুজো দেওয়ার নাম করে নাবালিকার বাড়ি থেকে প্রেমিকাকে নিয়ে বের হয়ে দু’জনে উধাও হয়ে যায়। নাবালিকার পরিবারের দাবি, দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর দু’জনের ফোনেই যোগাযোগের চেষ্টা শুরু হয়। কিন্তু দু’জনের ফোনই সুইচ অফ ছিল। পরের দিন নাবালিকার পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয়ের বাড়িতে যখন নাবালিকার খোঁজ চালাচ্ছিলেন সেই সময় রাহুল ফোন করে তাঁদের জানায় তারা বাঁকুড়ার ধগড়া গ্রামে চলে এসেছিল। কিন্তু সেখানে এসেই ওই নাবালিকা গুরুতর অসুস্থ হওয়ায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। খবর পেতেই তড়িঘড়ি নাবালিকার পরিবার ছুটে যান বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। অভিযোগ তারা হাসপাতালে পৌঁছে দেখেন মেয়ের মৃত্যু হয়েছে।
advertisement
এরপর গতকাল দিনভর বিচারের আশায় বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার পর আজ ভোরের দিকে ছাতনা থানায় নাবালিকার পরিবারের তরফে প্রেমিক রাহুল বাউরী ও প্রেমিকের বাবা ধীরেন্দ্রনাথ বাউরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। নাবালিকার পরিবারের দাবি, নাবালিকাকে ফুসলিয়ে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে প্রেমিক ও তার বাবা মিলে খুন করেছে। অভিযোগ পেতেই ছাতনা থানার পুলিশ অভিযুক্ত প্রেমিক ও তার বাবাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে । অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: চরম নৃশংস! দক্ষিণেশ্বরে পুজোর নামে বেরিয়ে নাবালিকাকে খুন করল প্রেমিক, অভিযোগে গ্রেফতার ২
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement