Local Train|| সাতসকালে শিয়ালদহের ট্রেন এ কী সাংঘাতিক কাণ্ড! জানলে ট্রেনে উঠতে ভয় পাবেন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: শেষ রক্ষা হয়নি, চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। শেষ পর্যন্ত সহযাত্রীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ক্যানিং: চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করে পালাচ্ছিল এক দুষ্কৃতী। চোখের সামনে নিজের মোবাইল ছিনিয়ে নেওয়ায় বাধা দেন ক্যানিং মহকুমা হাসপাতালের নার্স মেঘা মণ্ডল। চোরকে ধরেও ফেলেছিলেন তিনি। বেগতিক বুঝে ওই মোবাইল চোর গলা টিপে ধরে মেঘার। যন্ত্রণা সহ্য করতে না পেরে ছেড়ে দেন চোরের হাত। এরপর মোবাইল পাওয়ার আশায় চলন্ত ট্রেন থেকেই ওই চোরের পেছনে ধাওয়া করতে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের মাতলা হল্ট স্টেশনে ঝাঁপ দেন ওই নার্স।
তবে শেষ রক্ষা হয়নি, চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। শেষ পর্যন্ত সহযাত্রীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যানিং হাসপাতাল থেকে ডিউটি সেরে আপ ক্যানিং শিয়ালদহ লোকালে চেপে সোনারপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন মেঘা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ইদে রেলের দুর্দান্ত উপহার, শিয়ালদহ শাখা পেল স্পেশ্যাল ট্রেন
ট্রেন মাতলা হল্ট স্টেশনে ঢুকতেই তাঁর ফোন ছিনিয়ে নিয়ে পালায় এক দুষ্কৃতী। সঙ্গে সঙ্গে ছিনতাইবাজের হাত ধরে ফেলেন তিনি। বেগতিক বুঝে আরেক হাত দিয়ে মেঘার গলা চেপে ধরে অভিযুক্ত। পুরো ঘটনা সহযাত্রীরা দেখলেও কেউ তখন মেঘাকে সাহায্য করতে এগিয়ে আসেন নি।
advertisement
ফলে যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষে দুষ্কৃতীর হাত ছেড়ে দেন তিনি। হাত ছাড়তেই চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালায় অভিযুক্ত। কিন্তু হাল ছাড়েন নি তিনি। মোবাইল উদ্ধার করতে তিনি ও চোরের পিছনে চলন্ত ট্রেন থেকে লাফ দেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পড়ে গিয়ে গুরুতর আহত মেঘা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
advertisement
অর্পন মণ্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2023 1:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Train|| সাতসকালে শিয়ালদহের ট্রেন এ কী সাংঘাতিক কাণ্ড! জানলে ট্রেনে উঠতে ভয় পাবেন