Local Train|| সাতসকালে শিয়ালদহের ট্রেন এ কী সাংঘাতিক কাণ্ড! জানলে ট্রেনে উঠতে ভয় পাবেন

Last Updated:

Bangla News: শেষ রক্ষা হয়নি, চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। শেষ পর্যন্ত সহযাত্রীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

লোকাল ট্রেন। ফাইল ছবি।
লোকাল ট্রেন। ফাইল ছবি।
ক্যানিং: চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করে পালাচ্ছিল এক দুষ্কৃতী। চোখের সামনে নিজের মোবাইল ছিনিয়ে নেওয়ায় বাধা দেন ক্যানিং মহকুমা হাসপাতালের নার্স মেঘা মণ্ডল। চোরকে ধরেও ফেলেছিলেন তিনি। বেগতিক বুঝে ওই মোবাইল চোর গলা টিপে ধরে মেঘার। যন্ত্রণা সহ্য করতে না পেরে ছেড়ে দেন চোরের হাত। এরপর মোবাইল পাওয়ার আশায় চলন্ত ট্রেন থেকেই ওই চোরের পেছনে ধাওয়া করতে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের মাতলা হল্ট স্টেশনে ঝাঁপ দেন ওই নার্স।
তবে শেষ রক্ষা হয়নি, চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। শেষ পর্যন্ত সহযাত্রীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যানিং হাসপাতাল থেকে ডিউটি সেরে আপ ক্যানিং শিয়ালদহ লোকালে চেপে সোনারপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন মেঘা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ইদে রেলের দুর্দান্ত উপহার, শিয়ালদহ শাখা পেল স্পেশ্যাল ট্রেন
ট্রেন মাতলা হল্ট স্টেশনে ঢুকতেই তাঁর ফোন ছিনিয়ে নিয়ে পালায় এক দুষ্কৃতী। সঙ্গে সঙ্গে ছিনতাইবাজের হাত ধরে ফেলেন তিনি। বেগতিক বুঝে আরেক হাত দিয়ে মেঘার গলা চেপে ধরে অভিযুক্ত। পুরো ঘটনা সহযাত্রীরা দেখলেও কেউ তখন মেঘাকে সাহায্য করতে এগিয়ে আসেন নি।
advertisement
ফলে যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষে দুষ্কৃতীর হাত ছেড়ে দেন তিনি। হাত ছাড়তেই চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালায় অভিযুক্ত। কিন্তু হাল ছাড়েন নি তিনি। মোবাইল উদ্ধার করতে তিনি ও চোরের পিছনে চলন্ত ট্রেন থেকে লাফ দেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পড়ে গিয়ে গুরুতর আহত মেঘা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
advertisement
অর্পন মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Train|| সাতসকালে শিয়ালদহের ট্রেন এ কী সাংঘাতিক কাণ্ড! জানলে ট্রেনে উঠতে ভয় পাবেন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement