Loksava Election 2024: একটার পর একটা ছয় মারছেন তিনি! ভোটের লড়াইয়েও মাঠ কাঁপাচ্ছেন ইউসুফ পাঠান

Last Updated:

Loksava Election 2024: ছক্কা মেরে মাঠ কাঁপাচ্ছেন ক্রিকেটার ইউসুফ পাঠান। লোকসভা নির্বাচন কে সামনে রেখে ইতি মধ্যেই মাঠে নেমে প্রচার করছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান।

+
ক্রিকেট

ক্রিকেট মাঠে ব্যাটে অটোগ্রাফ দিচ্ছেন উসুফ পাঠান 

মুর্শিদাবাদ: ব্যাটে বলে ছক্কা মেরে মাঠ কাঁপাচ্ছেন ক্রিকেটার ইউসুফ পাঠান। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতি মধ্যেই মাঠে নেমে প্রচার করছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। তবে এবার রাজনৈতিক মঞ্চ ছেড়ে খুদেদের সঙ্গে ক্রিকেট খেলার মাঠে উপস্থিত হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইউসুফ পাঠান।
বহরমপুরে লোকসভার অন্তর্গত কান্দিতে মোহনবাগান মাঠে এসে  খুদেদের সঙ্গে হাত মিলিয়ে ক্রিকেট খেলার জন্য অনুপ্রাণিত করলেন। অন্যদিকে, সদর বহরমপুর শহরের প্রাণ কেন্দ্র ব্যারাক স্কোয়ার ময়দানে সন্ধ্যায় ক্রিকেট খেলেন। ব্যাট হাতে অন্য ভুমিকায় ইউসুফ পাঠানকে দেখা যেতেই ছক্কা মারেন তিনি। আর তার এক ঝলক খেলা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষজন।
advertisement
advertisement
বহরমপুর লোকসভা কেন্দ্রে এবছর হাই ভোল্টেজ ফাইট। একদিকে টানা পাঁচ বারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, অন্য দিকে বহরমপুরের সু চিকিৎসক ডাঃ নির্মল সাহা। আর তাদের বিপক্ষে আছেন ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন খেলোয়াড় ইউসুফ পাঠান।
নিত্যদিন চলছে বিধানসভা ভিত্তিক কর্মীসভা। অন্য দিকে যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে কোথাও ব্যাটে, বলে, টি-শার্টে অটোগ্রাফ দিচ্ছেন ইউসুফ। কোথাও বা আবার সাধারণ মানুষের কাছে মিশে গিয়ে সেলফি তুলে জনসংযোগ করছেন। তবে মাঠে নেমে তার ছক্কা হাঁকানো দেখে অনেকেই প্রবল উৎসাহিত।
advertisement
চতুর্থ দফায় বহরমপুর লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচন কে কেন্দ্র করে ইতি মধ্যেই সমস্ত রাজনৈতিক দল তারা তাদের নিজেদের মতো করেই ভোটের নির্বাচনী প্রচার করছেন । তবে সাধারণ ভোটারদার কাছে একটা বাড়তি অ্যাটভান্টেজ ক্রিকেটার ইউসুফ পাঠান। যাকে অনেকেই দুর থেকে মাঠে খেলতে দেখেছেন বাইশ গজের পিচে বা টিভির পর্দায়, তাঁকে সরাসরি দেখতে পেয়ে আপ্লুত খুদে ক্রিকেটার থেকে সাধারণ মানুষ সকলেই।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Loksava Election 2024: একটার পর একটা ছয় মারছেন তিনি! ভোটের লড়াইয়েও মাঠ কাঁপাচ্ছেন ইউসুফ পাঠান
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement