CPIM: ভোটের আগেই CPIM-এর বড় চমক, DYFI পদ থেকে সরলেন মীনাক্ষী! দায়িত্বে ধ্রুবজ্যোতি
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
CPIM: DYFI-এর নতুন রাজ্য সম্পাদক হলেন ধ্রুবজ্যোতি সাহা!
মুর্শিদাবাদ: বঙ্গ রাজনীতির অন্যতম পরিচিত মুখ সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার পর থেকেই তিনি এই রাজ্যে বামফ্রন্টের ও যুব আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার DYFI-এর রাজ্য সম্পাদক পদ থেকে সরানো হল মীনাক্ষীকে। আর সেই দায়িত্ব তুলে দেওয়া হল ধ্রুবজ্যোতি সাহার উপর।
বহরমপুরে তিনদিন ধরে ২০তম রাজ্যে সম্মেলনের আয়োজন করা হয়। সেই সম্মেলনের শেষ দিনে DYFI-এর নতুন সম্পাদক হলেন ধ্রুবজ্যোতি সাহা। যিনি আগে রাজ্যে DYFI-এর সভাপতি ছিলেন। এবার রাজ্য সভাপতি হলেন অয়নাংশু সরকার। তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা।
advertisement
advertisement
প্রথা মেনে এই সম্মেলন থেকেই সরে দাঁড়িয়েছেন DYFI-এর রাজ্য সম্পাদক ও সিপিএম-এর সবচেয়ে পরিচিত যুব মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়। কে হবেন মীনাক্ষীর উত্তরসূরি, সে দিকে নজর ছিল সকলের। বামেদের রাজপথে লড়াই ও মঞ্চে বক্তৃতায় একপ্রকার ‘ক্যাপ্টেন’ হিসেবেই পরিচিত মীনাক্ষী। একাধিক গণআন্দোলনে তিনি ছিলেন সিপিএমের ‘আউটফেস’।
তবে এবার তিনি DYFI থেকে বিদায় নিয়ে বেছে নেওয়া হল ধ্রুবজ্যোতিকেই। মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের যুবক ধ্রুবজ্যোতি সাহা। তার পিতা প্রয়াত মানব সাহা বিধায়ক ছিলেন বাম জমানায়। খড়গ্রামের যুবক দীর্ঘদিন ধরেই বাম ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে মীনাক্ষী মুখোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবেও পরিচিত পান রাজ্যে। ফলে তাঁর উপরেই ভরসা রাখল বামেরা। সোমবার ধ্রুবজ্যোতি সাহাকে দায়িত্ব ভার তুলে দেওয়া হয়। DYFI-এর কোষাধ্যক্ষ হলেন রুদ্রপ্রসাদ মুখোপাধ্যায়।
advertisement
— কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 23, 2025 5:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CPIM: ভোটের আগেই CPIM-এর বড় চমক, DYFI পদ থেকে সরলেন মীনাক্ষী! দায়িত্বে ধ্রুবজ্যোতি