ভোটপ্রচারে গিয়ে ফের ‘আক্রান্ত’ সিপিআইএম প্রার্থী ফুয়াদ হালিম

গত ৯ এপ্রিল ফলতায় প্রচার চালানোর সময়ও ফুয়াদ হালিমের উপর হামলা চালানো হয়

  • Last Updated :
  • Share this:

    #ফলতা: প্রচারে বেরিয়ে ফের আক্রান্ত হলেন সিপিআইএম প্রার্থী ৷ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী ফুয়াদ হালিমের উপর ফের হামলার অভিযোগ ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবারের গুরুদাসনগরে ৷ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ৷ যদিও হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূল ৷

    এদিন গুরুদাসনগরে সিপিআইএম প্রার্থী ফুয়াদ হালিমের সমর্তনে একটি মিছিল বের হয় ৷ সেসময়ই মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা হামলা চালায় বলে অভিযোগ ৷ ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি ও বাইক ৷ মিছিলে অংশ নেওয়া সিপিআইএম কর্মী-সমর্থকদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ এমনকি কয়েকজন কর্মী সমর্থককে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সিপিআইএম ৷ ঘটনায় আক্রান্ত ফুয়াদ হালিম ও কয়েকজন সিপিআইএম কর্মী হামলা থেকে বাঁচতে পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয় ৷

    পুরো ঘটনায় কোনও পুলিশি সহায়তাও পাওয়া যায়নি বলেও অভিযোগ ৷ ইতিমধ্যেই কমিশন ও জেলাশাসকের কাছে জমা পড়েছে অভিযোগ ৷ এর আগেও গত ৯ এপ্রিল ফলতায় প্রচার চালানোর সময়ও ফুয়াদ হালিমের উপর হামলা চালানো হয় ৷

    First published:

    Tags: CPIM candidate Fuad Halim, CPIM candidate Fuad Halim attacked, CPM, Diamond Harbour constituency, Diamond Harbour S25p21, Elections 2019, Fuad Halim, Lok Sabha elections 2019