Bankura News: ধান চাষে সার হিসেবে ব্যবহৃত গো-মূত্র! বিপুল ফলন পেলেন কৃষকরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
দেশীয় ধানের বাজার রয়েছে যথেষ্ট। দেশী ধান শরীরের পক্ষে স্বাস্থ্যকর। আধুনিকতার সঙ্গে স্বাস্থ্য সচেতনতার বাড়ছে সমাজে। ফলেএই ধানগুলিকে বিক্রি করে ভবিষ্যৎ দেখছেন কৃষকরা
বাঁকুড়া: দেশীয় খাবারের প্রতি ধীরে ধীরে বাড়ছে মানুষের আগ্রহ। জৈব চাষাবাদে আগ্রহী হচ্ছেন বহুজন। এবার বাঁকুড়ার ছাতনা ব্লকে প্রায় ২০০ বিঘা জমিতে শুরু হয়েছে জৈব ধানের চাষ। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ধান কাটা। এক-দু’জন চাষি নয়, ছাতনা ব্লকের প্রায় ১৭ টি গ্রামের দেড় হাজার কৃষক পরিবার এই ধান চাষ করেছেন।
Development Research Communication and Services Centre-এর তত্ত্বাবধানে চলছে জৈব ধানের চাষাবাদ। গ্রামের পিছিয়ে পড়া মানুষদের পরিবারের জীবন-জীবিকার মানোন্নয়ন ও খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে এই উদ্যোগ। কেরালা সুন্দরী, লাল বাদশাহভোগ, মুগাই এবং ভূতমুড়ি ধান চাষ করা হয়েছে ছাতনায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
দেশীয় ধানের বাজার রয়েছে যথেষ্ট। দেশী ধান শরীরের পক্ষে স্বাস্থ্যকর। আধুনিকতার সঙ্গে স্বাস্থ্য সচেতনতার বাড়ছে সমাজে। ফলেএই ধানগুলিকে বিক্রি করে ভবিষ্যৎ দেখছেন কৃষকরা। কোনওরকম রাসায়নিক সার ছাড়াই জৈব সার ব্যবহার করে হচ্ছে এই চাষ। ইউরিয়ার বদলে ব্যাবহার করা হচ্ছে গো-মূত্র। তাতে যথেষ্ট বেশি ফলন পেয়েছেন কৃষকরা। বেশি ধান চাষ করতে খুব একটা প্রয়োজন হয় না ওষুধের। তুলনামূলকভাবে খাটনি কম। ফলন পাওয়া যাচ্ছে প্রায় দ্বিগুণের কাছাকাছি।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2023 9:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: ধান চাষে সার হিসেবে ব্যবহৃত গো-মূত্র! বিপুল ফলন পেলেন কৃষকরা