West Bengal News: গরু পাচারের নতুন টেকনিক, এ কী দেওয়া হচ্ছে গরুদের! হাড়হিম তথ্য প্রকাশ্যে
- Published by:Suman Biswas
- Written by:Saradindu Ghosh
Last Updated:
West Bengal News: নিস্তেজ করতে পাচারের সময় গরুদের দেওয়া হয় ইনজেকশন, উঠে এল নতুন তথ্য।
#বর্ধমান: পাচারের আগে গরুদের দেওয়া হয় ইনজেকশন! তাদের নিস্তেজ করার জন্যই এই ইঞ্জেকশন দিয়ে থাকে পাচারকারীরা। গত সপ্তাহে পাচার হওয়ার সময় ৭৮ টি গরু আটক করে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ। উদ্ধার হওয়া গরুগুলির মধ্যে কয়েকটি অসুস্থ হয়ে পড়েছিল। তাদের অসুস্থতার কারণ অনুসন্ধান করতে গিয়েই এই ইনজেকশন দেওয়ার বিষয়টি সামনে এসেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তারাই জেরায় ইনজেকশন দেওয়ার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
তদন্তকারী পুলিশ অফিসারদের সূত্রে জানা গিয়েছে, এক সঙ্গে অনেক গরুকে গাদাগাদি করে ট্রাকে তুলে তা দীর্ঘ সড়ক পথ ব্যবহার করে নিয়ে যাওয়া হয়। অনেকে পুলিশের নজর এড়াতে গরু বোঝাই করার পর ট্রাক ত্রিপল দিয়ে মুড়ে দেয়। তার ভেতর গরু লাফালাফি করলে বা ডাকাডাকি করলে ধরা পড়ে যাবার আশঙ্কা থাকে। তাই গরুগুলিকে নিস্তেজ করে রাখতে তাদের ইনজেকশন দেয় পাচারকারীরা। এর ফলে গরুগুলি ডাকাডাকি বা লাফালাফি করার ক্ষমতা হারিয়ে ফেলে। সেজন্যই তাদের ইনজেকশন দেয় পাচারকারীরা।
advertisement
advertisement
গত সপ্তাহে মেমারি থানার পুলিশ বিহার থেকে আসা তিনটি গরু বোঝাই লরি আটক করে। তিনটি লরি থেকে মোট ৭৮টি গরু উদ্ধার হয়। সেগুলিকে পুলিশের হেফাজতেই রাখা হয়। তিন লরিচালককে গ্রেফতারও করে পুলিশ। উদ্ধারের পর থেকেই গরু নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় পুলিশকে। বেশ কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়ায় বিড়ম্বনা বাড়ে।
advertisement
জানা গিয়েছে, পাচারের সময় গরুকে বিশেষ ইঞ্জেকশন দেয় পাচারকারীরা। ওই ইঞ্জেকশনের প্রভাবে গরু নিস্তেজ হয়ে থাকে। বেশি নড়াচড়া করে না। ফলে পরিবহণ সহজ হয়। বর্ধমান সদর দক্ষিণের মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী জানান, অসুস্থ গরুগুলির চিকিৎসার ব্যবস্থা করা হয় সঙ্গে সঙ্গে। সরকারি পশু হাসপাতালের চিকিৎসকরা এসে দেখে গিয়েছেন। ওষুধ, ইঞ্জেকশন দিতে বলেছেন। তার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সেগুলি ভালই রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2022 2:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: গরু পাচারের নতুন টেকনিক, এ কী দেওয়া হচ্ছে গরুদের! হাড়হিম তথ্য প্রকাশ্যে