Digha: দিঘায় হোটেলে ঘর পেতে বাধ্যতামূলক করোনা নেগেটিভ রিপোর্ট অথবা টিকার দুই ডোজ! জারি নির্দেশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
লকডাউনের বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই দিঘা (Digha), মন্দারমণির (Mandarmani) মতো পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় বাড়ছে৷
#কাঁথি: এবার থেকে দিঘায় গিয়ে হোটেল, লজে থাকতে গেলেই করোনার আরটি পিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে পর্যটকদের৷ তা না হলে পর্যটকদের করোনার ভ্যাকসিনের দু'টি ডোজই নেওয়া থাকতে হবে৷ শুধু দিঘা নয়, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরের মতো কাঁথি মহকুমার অন্তর্গত জনপ্রিয় সব পর্যটন কেন্দ্রের জন্য এই নির্দেশিকা বাধ্যতামূলক করা হয়েছে৷ এ দিন কাঁথির এসডিও-র তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ অবিলম্বে নির্দেশিকা কার্যকর করার জন্য হোটেল, লজগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে৷
নির্দেশিকায় স্পট বলা হয়েছে, কাঁথি মহকুমার অন্তর্গত সমস্ত হোটেল, লজগুলিকে এই নির্দেশ মানতে হবে৷ নির্দেশিকা অনুযায়ী, ঘর ভাড়া নেওয়ার সময় পর্যটকদের আরএটি অথবা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতেই হবে পর্যটকদের৷ সর্বাধিক ৪৮ ঘণ্টা আগে করা রিপোর্ট গ্রাহ্য করা হবে৷ তা না হলে ভ্যাকসিনের দু'টি ডোজই পেয়েছেন, এমন পর্যটকরাই ঘর ভাড়া নিতে পারবেন৷
advertisement
লকডাউনের বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই দিঘা, মন্দারমণির মতো পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় বাড়ছে৷ কিন্তু অনেকেই করোনা সংক্রান্ত বিধিনিষেধ মানছেন৷ মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখার কথা ভুলে যাচ্ছেন অনেক পর্যটকই৷ যার ফলে গোটা রাজ্যে করোনা সংক্রমণের হার কমলেও পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি জেলা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলছে৷ দিঘা, মন্দারমণিতে যেহেতু গোটা রাজ্য থেকে পর্যটক আসেন, তাই বিধিনিষেধ না মানলে পর্যটকদের মাধ্যমে এখান থেকেই রাজ্যের অন্যত্রও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে৷ সেই কারণেই এই কড়া পদক্ষেপ করতে বাধ্য হল মহকুমা প্রশাসন৷
advertisement
advertisement
পাশাপাশি নির্দেশিকায় আরও বলা হয়েছে, হোটেল, লজের ভিতরেও করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মানতে হবে পর্যটকদের৷ পর্যটকরা যাতে বিধিনিষেধ মানেন, সংশ্লিষ্ট হোটেল বা লজ কর্তৃপক্ষকেই তা নিশ্চিত করতে হবে৷ অন্যথায় দায় বর্তাবে হোটেল কর্তৃপক্ষের উপরেই৷
এতদিন এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে অনেক ক্ষেত্রে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছিল৷ এবার দিঘা, মন্দারমণিতেও মানতে হবে সেই শর্ত৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 12, 2021 5:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় হোটেলে ঘর পেতে বাধ্যতামূলক করোনা নেগেটিভ রিপোর্ট অথবা টিকার দুই ডোজ! জারি নির্দেশ







