হাওড়ায় করোনা আক্রান্তের মৃত্যু, আইসোলেশনে না রেখে, জেনারেল ওয়ার্ডে রাখার অভিযোগ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কোনও গাফিলতি হয়নি। গাইডলাইন মেনেই চিকিৎসা হয়েছে।
#হাওড়া: কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। হাওড়া হাসপাতালে নার্সদের বিক্ষোভ। হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তের মৃত্যু হয়। নার্সদের অভিযোগ, আক্রান্ত মহিলাকে আইসোলেশনে না রেখে জেনারেল বেডে রাখা হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কোনও গাফিলতি হয়নি। গাইডলাইন মেনেই চিকিৎসা হয়েছে।
হাওড়া হাসপাতালে রোনা আক্রান্ত মহিলার মৃত্যু। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ নার্সদের একাংশের। তাঁদের অভিযোগ, করোনা আক্রান্ত মহিলাকে আইসোলেশনে রাখা হয়নি। আক্রান্ত মহিলা সাধারণ ওয়ার্ডে ভরতি ছিলেন, মেডিসিন ওয়ার্ডে তার চিকিৎসা হয়। সতর্কতা না নেওয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা।
হাওড়া হাসপাতালে করোনা আক্রান্তের জন্য চার শয্যার আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। অভিযোগ, করোনা সন্দেহে মহিলাকে ভরতি হলেও, তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়নি? আর তাতেই ক্ষুব্ধ নার্সরা।
advertisement
advertisement
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন সুপার। সুপারের বক্তব্য, রোগ প্রমাণিত হলে তবেই আইসোলেশনে দেওয়া হয়, তার আগে রোগীকে আইসোলেশনে রাখার নিয়ম নেই।
যদিও, হু-এর গাইডলাইন অন্য কথা বলছে। হু-র নির্দেশিকা অনুযায়ী, করোনা সন্দেহে কোনও রোগীকে হাসপাতালে ভরতি করা মাত্র, তাঁকে আইসোলেশনে রাখতে হবে। সবরকম সতর্কতা মেনে চিকিৎসা করবেন ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা।
advertisement
করোনা সন্দেহে হাওড়া হাসপাতালে ভরতি হন বছর আটচল্লিশের মহিলা। সোমবার সকালে তাঁর লালারস এসএসকেএমে করোনা পরীক্ষার জন্য পাঠান হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। রাতেই জানা যায় মহিলার রিপোর্ট পজিটিভ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2020 1:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাওড়ায় করোনা আক্রান্তের মৃত্যু, আইসোলেশনে না রেখে, জেনারেল ওয়ার্ডে রাখার অভিযোগ