Court Marriage: এ কেমন বিয়ে! আইনজীবীর চেম্বারে এক হল চার হাত! নতুন বউ বললেন, 'আগে দেখব বর কেমন ব্যবহার করে, তারপর...', চাঞ্চল্য বনগাঁয়
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Court Marriage: বিশেষভাবে সক্ষম যুবতীর সঙ্গে যুবকের দুই বছরের ভালোবাসা। হঠাৎ করে বিয়ে করতে বেঁকে বসে যুবক।
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলায় বিয়ের শর্তে জামিন। তাই জামিন পেয়েই আইনজীবীর ঘরে বসে পুরোহিত ডেকে অভিযোগকারীকে বিয়ে করল এক যুবক।
বিশেষভাবে সক্ষম যুবতীর সঙ্গে যুবকের দুই বছরের ভালোবাসা। হঠাৎ করে বিয়ে করতে বেঁকে বসে যুবক। পরবর্তীতে যুবকের বিরুদ্ধে বনগাঁ থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেন বিশেষভাবে সক্ষম ওই যুবতী। তাঁর অভিযোগের ভিত্তিতে গত ৩০ মে যুবককে গ্রেফতার করে পুলিশ।
advertisement
advertisement
তারপর থেকে জেল হেফাজতে ছিল সে। যুবকের আইনজীবী নিবেদিতা ঘোষ দে জানান, আদালতে দুই পক্ষ বিয়ে করবেন বলে জানিয়েছিলেন। সেই শর্তে বুধবার যুবকের জামিন হয়। জামিনের পর বৃহস্পতিবার বনগাঁ আদালতের পাশে আইনজীবীর ঘরে বসে পুরোহিত ডেকে আইনজীবী এবং দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয় যুবক-যুবতীর।
advertisement
যুবতী জানান, এখনই তিনি অভিযোগ তুলবেন না। তিনি দেখবেন, যুবক তার সঙ্গে কেমন ব্যবহার করে। তারপরেই অভিযোগ তোলার সিদ্ধান্ত নেবেন। যুবক জানান, কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। সেই কারণে তার নামে অভিযোগ করা হয়েছিল। সেই ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। সে জন্য তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের পর সুখে সংসার করতে চান তারা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 6:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Court Marriage: এ কেমন বিয়ে! আইনজীবীর চেম্বারে এক হল চার হাত! নতুন বউ বললেন, 'আগে দেখব বর কেমন ব্যবহার করে, তারপর...', চাঞ্চল্য বনগাঁয়