Corona in West Bengal: বর্ধমান শহরে শুরু গোষ্ঠী সংক্রমণ! ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা

Last Updated:

Corona in West Bengal: একদিনে আক্রান্ত ২৭৫, তৃতীয় ঢেউয়ের গোষ্ঠী সংক্রমণ শুরু বর্ধমান শহরে!

বর্ধমানে মারাত্মক পরিস্থিতি
বর্ধমানে মারাত্মক পরিস্থিতি
বর্ধমান: বর্ধমান শহরে করোনা তৃতীয় ঢেউ গোষ্ঠী সংক্রমণের (Corona in West Bengal) আকার নিয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করানো আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমান জেলার সদর শহর বর্ধমানে নতুন করে  ২৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। শহরের সব এলাকাতেই দ্রুতগতিতে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। সে কারণেই তা গোষ্ঠী সংক্রমণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই শহরে কয়েক দিন আগে থেকেই বিধি নিষেধ কড়াকড়ি করেছে প্রশাসন। তা সত্বেও সংক্রমণ লাগামছাড়া ভাবে বাড়তে থাকায় চিন্তিত স্বাস্থ্য দফতর।
সোমবার বর্ধমান শহরে ১৮৫ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। তার আগেরদিন আক্রান্ত হয়েছিলেন ২০২ জন। গত ২৪ ঘন্টায় ফের ২৭৫ জন করোনা আক্রান্ত হলেন। প্রতিদিনের আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বুধবার থেকে এই শহরে বিধি নিষেধ আরো কড়াকড়ি করা হয়েছে। এদিন থেকে টানা সাতদিন শহর ও শহর লাগোয়া এলাকার সমস্ত চায়ের দোকান, রাস্তার পাশের হোটেল, ফাস্টফুডের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। দোকান বাজার খোলা রাখার সময়সীমাও সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়াও বৃহস্পতি ও রবিবার শহরের সব দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। তা সত্ত্বেও সংক্রমণের লাগাম টানা না গেলে বিধি নিষেধ আরও কড়াকড়ি করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে ইঙ্গিত মিলেছে।
advertisement
advertisement
কাটোয়া পুরসভা এলাকাতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩ জন। মেমারি পৌরসভা এলাকায় চারজন করোনা আক্রান্ত হয়েছেন। দাঁইহাট পৌরসভা এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন দুজন। এছাড়া গুসকরা ও কালনা পৌরসভা এলাকায় একজন করে করোনা আক্রান্ত হয়েছেন।
advertisement
জেলা প্রশাসন জানিয়েছে, শহর এলাকাগুলিতে বাসিন্দাদের সচেতন করতে নিয়মিত মাইকে প্রচার চালানো হচ্ছে। পুলিশ পৌরসভা প্রশাসন একসঙ্গে প্রচার চালাচ্ছে। বাসিন্দারা যাতে মাস্ক ব্যবহার করেন তা নিশ্চিত করতে বাড়তি তৎপর রয়েছে পুলিশ। বাজার এলাকাগুলিতে ভিড় কমাতে টহল দেওয়া হচ্ছে। তবুও বাসিন্দারা সচেতন না হওয়ায় করোনার সংক্রমণ ক্রমশ সহ ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Corona in West Bengal: বর্ধমান শহরে শুরু গোষ্ঠী সংক্রমণ! ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement