Corona in Bardhaman: চোখের নিমেষে বাড়ল সংক্রমণ, বাংলার 'এই' গুরুত্বপূর্ণ জেলা নিয়ে আশঙ্কার পারদ চড়ছে!

Last Updated:

Corona in Bardhaman: এখনও হেলদোল নেই অনেকেরই, ফের বর্ধমান শহরে উদ্বেগ বাড়াচ্ছে করোনার সংক্রমণ।

ফের করোনার দাপট বর্ধমানে
ফের করোনার দাপট বর্ধমানে
#বর্ধমান: উদ্বেগজনক ভাবে করোনার সংক্রমণ বাড়ছে বর্ধমান শহরে।  গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলার (Corona in Bardhaman) সদর শহর বর্ধমানে নতুন করে ১৭ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এই শহরে ফের করোনার সংক্রমণ বাড়তে শুরু করায় উদ্বিগ্ন জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। ফের জেলা প্রশাসনের তরফে করোনা সম্পর্কে বাসিন্দাদের সচেতন করতে প্রচার শুরু হয়েছে। প্রচার শুরু করেছে পুলিশও। বাসিন্দাদের মাস্ক পরতে বাধ্য করা হচ্ছে। পাশাপাশি মাস্ক পরেননি এমন বাসিন্দাদের মুখে মাক্স বেঁধে দিচ্ছে বর্ধমান থানার পুলিশ।
এমনিতেই চোখ রাঙাচ্ছে ওমিক্রন। সেই সময় করোনার সংক্রমণ ফের বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে বর্ধমান শহরের সচেতন বাসিন্দাদের মধ্যে। তবে বাসিন্দাদের অনেকেই এখনও এ ব্যাপারে ততটা সতর্ক নন। শনিবার ইংরেজি বছরের প্রথম দিনে বর্ধমানের রমনাবাগান অভয়ারণ্য থেকে শুরু করে কৃষ্ণসার পার্ক সহ পিকনিক স্পট গুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। সেখানে অনেকের মুখেই মাস্ক দেখা যায়নি। শারীরিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রেও অনেকেরই সচেতনতার অভাব দেখা গিয়েছে। এসব কারণে সংক্রমণ আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
রবিবার বর্ধমান শহরের বাজারগুলোতেও থিকথিকে ভিড় লক্ষ্য করা গিয়েছে। লকডাউন হতে পারে এই আশঙ্কায় অনেকেই এদিন সবজি, মাছের বাজার, মুদিখানা দোকানে ভিড় করেছেন। প্রতিদিনের এই ভিড় থেকে এই শহরে ফের গোষ্ঠী সংক্রমণের আশংকা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁরা বলছেন, অনেকেরই এখনও করোনার দুটি ভ্যাকসিন নেওয়া হয়নি।
advertisement
তাছাড়া করোনার দুটি ভ্যাকসিন নিলেও তার দেহে যে সংক্রমণ হবে না এমন কোনও কথা নেই। বাইরে যারা বের হচ্ছেন তাদের মধ্য দিয়ে ঘরের বয়স্ক বা শিশুরা আক্রান্ত হতে পারেন। ১৮ বছরের নিচে এখনও ভ্যাকসিন দেওয়া শুরুই হয়নি। তাই করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় বাসিন্দাদের এখন অনেক বেশি সচেতন থাকা জরুরি। উন্নত মানের মাস্ক ব্যবহারের পাশাপাশি যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলা বিশেষ প্রয়োজন। সেইসঙ্গে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া উচিত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Corona in Bardhaman: চোখের নিমেষে বাড়ল সংক্রমণ, বাংলার 'এই' গুরুত্বপূর্ণ জেলা নিয়ে আশঙ্কার পারদ চড়ছে!
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement