বীরভূমে করোনা! সৌদি আরব থেকে ফিরতেই আইসোলেশনে যুবক
- Published by:Shubhagata Dey
Last Updated:
সৌদি আরবে কাজ করে গত ১০ দিন আগে বাড়ি ফেরে।
#সিউড়ি: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিউড়িতে ডাক্তার দেখাতে আসা যুবককে গতকাল কোয়ারান্টাইনে রাখা হয়েছিল ময়ূরেশ্বরে নিজের বাড়িতে। গতকাল রাতে বীরভূম জেলা স্বাস্থ্য দফতরের টিম পুলিশ গিয়ে ওই যুবককে মুখে মাস্ক পরিয়ে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে আসে ভর্তির জন্য। ওই যুবক রাজি না থাকলেও তাঁকে অনুরোধ করে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তার রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জ্বর, সর্দি কাশি নিয়ে বীরভূমের সিউড়ীতে এক ডাক্তারের চেম্বারে দেখাতে আসে এক যুবক। বীরভূমের রামপুরহাট মহকুমার ময়ূরেশ্বরের কলেশ্বর গ্রামের বাসিন্দা। সে সৌদি আরবে কাজ করে গত ১০ দিন আগে বাড়ি ফেরে। ডাক্তারের সন্দেহ হওয়ায় তাঁকে মাস্ক পড়ানো হয় চেম্বারেই। যেহেতু সৌদি আবর ফেরত, তাঁর সব তথ্য জানান হয়েছে বীরভূম জেলা স্বাস্থ্য দফতরে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর জ্বর, সর্দি, কাশি, ছিল তবে বুকে কোন ইনফেকশন ছিল না। সেই কারণে তাঁকে বাড়িতেই রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। ওই সময়ে ডাক্তারের চেম্বারে যে সমস্ত অন্যান্য রোগীরা উপস্থিত ছিলেন তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। যদিও স্বাস্থ্য দফতর থেকে জানান হয়েছ, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
advertisement
Supratim Das
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 14, 2020 2:12 PM IST