Cooking Competition: 'গাঁও কি রসুই'-এ ফাটাফাটি সব রান্না, কোথায় হল এমন অভিনব রান্না প্রতিযোগিতা?

Last Updated:

Cooking Competition: গাঁও কি রসুই-এ অংশ নিলেন ৬০ জন, শিখলেন কীভাবে রান্নার গ্যাস নিরাপদ ভাবে ব্যবহার করতে হয়।

+
সুন্দরবনের

সুন্দরবনের রান্না প্রতিযোগীতা 

দক্ষিণ ২৪ পরগনা: গ্রামের রান্না ঘর বা ‘গাঁও কি রসুই’ কর্মসূচির অন্তর্গত স্বাদের দারুণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বাসন্তীর কুলতলিতে। মূলত শহর ভিত্তিক এই ধরনের রান্নার প্রতিযোগিতা হয়ে থাকে। কিন্তু এবার ভারত পেট্রোলিয়ামের উদ্যোগে মহিলাদের রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সুন্দরবনে।
বাসন্তী ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬০ জন মহিলা ৩০ টি গ্রুপে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তত দু’হাজার মহিলা। গ্যাসে রান্নার ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করতে হয় সেও এদিন মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সুন্দরবনের গ্রামীণ মহিলাদের এলপিজি গ্যাসের ব্যবহারের বিভিন্ন সচেতনতার উদ্দেশে এদিনের এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
advertisement
আরও পড়ুন: আরজি করের ধর্ষণ-খুনেও বাংলাদেশ মডিউল? বিস্ফোরক অভিযোগ আইনজীবীর! বন্ধ খামে বিস্তারিত চাইল সিবিআই
যেখানে কুইজ প্রতিযোগিতা, রান্নার প্রতিযোগিতা-সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে সবচেয়ে বেশি উৎসাহ ছিল রান্নার প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় অংশ নেওয়া এক মহিলা তিনি জানান বাড়িতে রান্নার কাজ করে সংসার চালান। তাঁর কথায়, ‘আমি প্রতিযোগিতায় প্রথম-দ্বিতীয় কিছু হতে পারিনি। কিন্তু সবার সঙ্গে রান্নার লড়াইয়ে নেমে অনেক কিছু শিখলাম। প্রতিযোগিতার জন্যই স্পেশ্যাল রান্না করেছিলাম সয়া চিংড়ি।’
advertisement
advertisement
আরও পড়ুন: চুল পড়ে পাতলা হয়ে যাওয়া আটকাতে কী করবেন? কী করলে চুলের ঘনত্ব বাড়ে? রইল সহজ টিপস
এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুন্দরবনের মহিলাদের এলপিজি গ্যাসের ব্যবহারে বিষয়ে নানান পাঠ দেওয়া হল। সেই সঙ্গে এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতাও রাখা হয়েছিল কারণ, যাতে মহিলাদের এই সচেতনতা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অনীহা না আসে। সেই সঙ্গে এদিনের এই অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ছাড়াও উপস্থিত হওয়া প্রায় দু’হাজার মহিলাকে উপহার দেওয়া হয়।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cooking Competition: 'গাঁও কি রসুই'-এ ফাটাফাটি সব রান্না, কোথায় হল এমন অভিনব রান্না প্রতিযোগিতা?
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement