Madhyamik Examination 2024: মাধ্যমিক শেষের আনন্দে বইয়ের পাতা কুচি কুচি করে ছিঁড়ে পালকের মত উড়িয়ে দিল! বিকৃত উচ্ছ্বাস পরীক্ষার্থীদের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
পড়ুয়াদের এমন লজ্জাজনক কাণ্ডের সাক্ষী হল পশ্চিম মেদিনীপুরের বেলদা। এখানে জাতীয় সড়কের পাশে বইয়ের পাতা ছিঁড়ে উড়িয়ে দেওয়ার ঘটনার ব্যাপকতা কতটা তা সহজেই বোঝা যায় একটা জিনিস থেকে
পশ্চিম মেদিনীপুর: এ কেমন ছাত্র! মাধ্যমিক পরীক্ষা শেষের আনন্দে বইয়ের পাতা ছিঁড়ে টুকরো টুকরো করে হাওয়ায় উড়িয়ে হল সেলিব্রেশন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় সর্বত্র।
advertisement
সোমবার শেষ হয়েছে ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। স্বাভাবিকভাবেই আনন্দে উচ্ছ্বসিত পড়ুয়ারা। কিন্তু সেই আনন্দে মাততে গিয়ে নিজেদের পড়ার বইগুলোই খড়কুটোর মত কুচি কুচি করে ছিঁড়ে ফেলল ছাত্র-ছাত্রীরা। জাতীয় সড়কের উপর বইয়ের ছেঁড়া টুকরো উড়িয়ে দিল ফুলের মত। এতেই নাকি তাদের আনন্দ। এমন ঘটনায় ছাত্র-ছাত্রীদের মানসিকতা এবং অভিভাবকদের সচেতনতার প্রশ্ন তুলেছেন সকলে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পড়ুয়াদের এমন লজ্জাজনক কাণ্ডের সাক্ষী হল পশ্চিম মেদিনীপুরের বেলদা। এখানে জাতীয় সড়কের পাশে বইয়ের পাতা ছিঁড়ে উড়িয়ে দেওয়ার ঘটনার ব্যাপকতা কতটা তা সহজেই বোঝা যায় একটা জিনিস থেকে। পুরো সাদা হয়ে গিয়েছিল গোটা রাস্তা। যদিও পড়ুয়াদের এই অভব্য উচ্ছ্বাসের বিরোধিতা করেছে তাদের সহপাঠীদেরই একাংশ। এদিকে শিক্ষক-শিক্ষিকারা এই বিষয়ে আঙুল তুলছেন মূলত অভিভাবকদের দিকে। তাঁদের বক্তব্য, ছোটবেলায় সন্তানদের সঠিকভাবে শিক্ষাদান না করাতেই তাদের সঠিক চেতনা গড়ে ওঠেনি। তাই এমন কাণ্ড ঘটছে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2024 7:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Examination 2024: মাধ্যমিক শেষের আনন্দে বইয়ের পাতা কুচি কুচি করে ছিঁড়ে পালকের মত উড়িয়ে দিল! বিকৃত উচ্ছ্বাস পরীক্ষার্থীদের