Murshidabad University: 'ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার!' কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হতেই অচলাবস্থা! মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে উঠছে প্রশ্ন
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে হঠাৎই অচলাবস্থা! সমস্যায় গার্ড থেকে টিচার সকলেই
বহরমপুর: সদ্য তৈরি হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। কৃষ্ণনাথ কলেজ থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্হানান্তরিত করা হয়েছে। এমএ, এমএসসি কোর্স পড়ানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। তবে এই বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে তৈরি হল অচলাবস্থা।
জানা গিয়েছে, আটজন গার্ডকে হঠাৎ করে বার করে দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। একই সঙ্গে ৩৯ জন স্টেট এডেড কলেজ টিচারের বা স্যাট টিচারদের বেতন নিয়ে অনিশ্চয়তা শুরু হল। ওই ঘটনায় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্টারকে ঘেরাও করল কলেজের গার্ড এবং স্যাট টিচাররা।
আরও পড়ুন: এবার স্যাট করে যাওয়া যাবে দার্জিলিং, ডুয়ার্স! জুলাই মাসেই চালু হচ্ছে বাংলার দ্বিতীয় বৃহত্তম সেতু
advertisement
advertisement
তাদের অভিযোগ, কোনরকম আলোচনা ছাড়াই টিচারদের বেতন বন্ধ করা হয়েছে। বেতনের স্ট্রাকচার কি হচ্ছে সে আলোচনা করা হয়নি টিচারদের সঙ্গে। বিশ্ববিদ্যালয় থেকে টিচারদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। পাশাপাশি পাঁচটি সাবজেক্ট তুলে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় থেকে। ওই সমস্ত ঘটনার প্রতিবাদে টিচাররা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্টারকে ঘেরাও করেন। অন্যদিকে গার্ডেদের অভিযোগ তারা দীর্ঘ ২৫-৩০ বছর ধরে রয়েছেন কৃষ্ণনাথ কলেজে। সেই কলেজ এখন ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে। ১৮ টাকা থেকে বেতন শুরু করে বর্তমানে প্রতিদিন ১০০ টাকা বেতনে কাজ করছিলেন তারা। সেই কাজ থেকে বার করে দেওয়া হয়েছে তাদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ জানে আলম। উপাচার্য বলেন, “কৃষ্ণনাথ কলেজ টেন্ডার করে ওই গার্ডদের নিয়োগ করেছিল। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নতুন টেন্ডার ডেকে গার্ড নিয়োগ করছে। যারা কাজ থেকে বাদ যাচ্ছেন তারা পরবর্তী টেন্ডারে আবেদন করতে পারেন। পাশাপাশি কোন টিচারের বেতন আটকানো হয়নি, সবাই বেতন পাবেন। তবে কিছুটা দেরি হয়েছে। তবে পাঁচটি বিষয়ে পড়াশোনা বন্ধ রাখা হয়েছে, তার কারণ ওই বিষয়গুলির কোন অ্যাপ্রুভাল ছিল না। হায়ার এডুকেশনের কাছে অ্যাপ্রুভাল চাওয়া হয়েছে। সেই অ্যাপ্রুভাল হাতে পেলেই ওই পাঁচটি সাবজেক্ট চালু হয়ে যাবে। এছাড়া মর্নিং সেশন সম্পর্কে যে গুজব রটছে বন্ধ হয়ে যাবে বলে সেটা ঠিক নয়, বলে জানান মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় উপাচার্য।” যদিও পুরো বিষয়টিকে নিয়ে অনেকেই বলছেন, ‘ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার!’ এমনটাই ঘটছে নতুন এই বিশ্ববিদ্যালয়ে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 03, 2025 1:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad University: 'ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার!' কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হতেই অচলাবস্থা! মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে উঠছে প্রশ্ন







