Josh Inglis Betrays Preity Zinta: প্রীতি জিন্টাদের ধোঁকা ইংলিশের, মিথ্যা নাকি টাকা বাড়তে সত্যিই প্ল্যান বদল অজি তারকার, বিরক্ত বিসিসিআই নজর রাখছে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Josh Inglis Betrays Preity Zinta: আইপিএল নিলামের আগে জানা ছিল জশ ইংলিশকে মাত্র ৪ ম্যাচে পাওয়া যাবে কিন্তু তারপরেও নিলামে তাঁর জন্য প্রবল দরাদরি করে সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ন্টস, তাহলে কী তাদের সঙ্গে আলাদা করে কথা হয়েছিল জশ ইংলিশের
কলকাতা: আইপিএল নিলামে প্রচুর টাকা পেয়ে বিক্রি হতেই নাটকে নতুন মোড়! অজি তারকার কাণ্ডে রীতিমতো বিরক্ত প্রীতি জিন্টার পঞ্জাব কিংস এবং পুরো পরিস্থিতির ওপর নজর রেখেছে BCCI-ও৷ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জশ ইংলিস, আগে জানিয়েছিলেন ২০২৬ আইপিএলে মাত্র চারটি আইপিএল ম্যাচের খেলতে পারবেন তিনি৷ সাম্প্রতিক খেলোয়াড়দের নিলামে লখনউ সুপার জায়ান্টসের কাছ থেকে মোটা অঙ্কের দর পাওয়ার পর তিনি আরও ম্যাচে খেলতে পারেন বলে জানা যাচ্ছে যা নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে৷ যা বিসিসিআই এবং তার প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংসের মধ্যে অস্বস্তির তৈরি করেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement






