রোদের আশায় হাপিত্যেশ প্রতিমা শিল্পীদের

Last Updated:

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে

+
ব্যাপক

ব্যাপক সমস্যায় প্রতিমা শিল্পীরা

পানিহাটি, উত্তর ২৪ পরগণা, শুভজিৎ সরকার: লাগাতার বৃষ্টিতে বিপাকে পালপাড়ার মৃৎশিল্পীরা। সামনেই গণেশ পুজো। তারপর বিশ্বকর্মা পুজো হয়েই শুরু হয়ে যাবে বাঙালির বছরের সেরা উৎসব দুর্গাপুজো। হাতে আর বিশেষ একটা সময় নেই। কিন্তু এমন মাহেন্দ্রক্ষণে টানা বৃষ্টি হয়ে চলায় মূর্তির মাটি শুকোচ্ছা না। রোদের দেখা না পেয়ে কপালে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের।
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে দিন দুয়েকের জন্য আবহাওয়া কিছুটা ভাল হলেও টানা স্বস্তি মেলার সম্ভাবনা কম।
আরও পড়ুন: গণেশের মাথার মুকুট উধাও! ‘বিরাট’ বদল শিল্পাঞ্চলের কুমোরটুলিতে, হঠাৎ কী ‘ভূত’ চাপল মৃৎশিল্পীদের মাথায়?
পরিস্থিতি এতটাই গুরুতর যে কোথাও হাঁটু জল, তো কোথাও বাঁ কোমর সমান জমা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। ফলে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। কিন্তু এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন মৃৎশিল্পীরা। তাঁদের কাছে দূরদূরান্ত থেকে প্রতিমা তৈরির অর্ডার থাকলেও, টানা বৃষ্টিতে কাজের গতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মৃৎশিল্পীরা জানান, সূর্যের দেখা না মেলায় মাটি শুকোচ্ছে না। ফলে নতুন প্রতিমা তৈরির কাজে বারবার আটকে যাচ্ছে। রং-আঠা শুকোতেও বিপাকে পড়ছেন তাঁরা।
advertisement
advertisement
প্রযুক্তিগতভাবে মেশিনের মাধ্যমে গরম হাওয়া ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। এমনকি নব্বই শতাংশ তৈরি প্রতিমাগুলোও অতিবৃষ্টির কারণে বহুবার ক্ষতির মুখে পড়ছে। এর ফলে যেমন শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, তেমনই আতঙ্ক বাড়ছে পুজো উদ্যোক্তাদের মধ্যেও।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবারই পুজোর আগে বৃষ্টি হওয়া কিংবা পুজোর মধ্যে বৃষ্টি থাকা নতুন কোন‌ও বিষয় নয়। কিন্তু এ বছরে বৃষ্টির বাড়াবাড়ি যেন চরমে। তাই এই বছর সমস্যা ও আশঙ্কা সবচেয়ে বেশি দেখা দিয়েছে। তবে এই পরিস্থিতিতেও হাল ছাড়তে রাজি নয় মৃৎশিল্পীরা। তাঁদের আশা শেষ পর্যন্ত বৃষ্টি থেমে টানা রোদ উঠলে সবটা সামলে নেওয়া যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রোদের আশায় হাপিত্যেশ প্রতিমা শিল্পীদের
Next Article
advertisement
Pakistani Spy Arrested: পাকিস্তানের হয়ে চরবৃত্তি, পঠানকোটে ধৃত ১৫ বছরের কিশোর! এবার আইএসআই-এর টার্গেট নাবালকরা, চিন্তায় পুলিশ
পাকিস্তানের হয়ে চরবৃত্তি, পঠানকোটে ধৃত ১৫ বছরের কিশোর! এবার ISI-এর টার্গেট নাবালকরা?
  • পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত ১৫ বছরের কিশোর৷

  • পঞ্জাবের পঠানকোট থেকে গ্রেফতার করল পুলিশ৷

  • এবার পাকিস্তানের টার্গেট নাবালকরা, দাবি তদন্তকারীদের৷

VIEW MORE
advertisement
advertisement