সাইবার ক্রাইমে অভিযুক্ত চার দোষীর সাজা ঘোষণা করল কন্টাই আদালত
- Published by:Piya Banerjee
Last Updated:
বুধবার অভিযুক্তদের ৫ বছর ১১ মাসের সাজা ঘোষণা হয় ।
#কন্টাই : ভারতে এই প্রথম সাইবার ক্রাইম কাস্টডি ট্রায়াল কেসে চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল কন্টাই আদালত । আদালত সূত্রের খবর,বুধবার অভিযুক্তদের ৫ বছর ১১ মাসের সাজা ঘোষণা হয় । কন্টাই কোর্টে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুভম মিশ্র এজলাসে এই সাজা ঘোষণা হয়। সিআইডি সূত্রের খবর, বাবা- মার চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা লোন পাইয়ে দেওয়ার নামে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ । সেই অভিযোগে ৪ অভিযুক্তর সাজা ঘোষণা করল কন্টাই আদালত। অভিযুক্তদের মধ্যে রয়েছে , তিলক পুরোকাইত, শ্যামা প্রাসাদ জাটোয়া , হরিশ শাও, অজিত হেমব্রম |
সিআইডি সূত্রের খবর, মন্দারমণির বাসিন্দা অভিযোগকারী অমিয় জানার মা - বাবার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন পরে । তিনি বালিসাই এলাকায় একটি অ্যাড দেখেন নামমাত্র সুদে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি । অ্যাডে দেওয়া নম্বরে যোগাযোগ করেন অমিয় । ফোনে অভিযুক্ত নিজের ভুয়ো পরিচয় দেয়, বলে পল্লি মঙ্গল সমবায় সমিতির একটি ওয়েবসাইট আছে, সেখানে, প্যান, ভোটার কার্ড ও নামমাত্র রেজিস্টেশন ফী দিতে হবে । তাহলেই ১০ লক্ষ টাকা লোন পাইয়ে দেওয়ার দেওয়া হবে।এরপর কখনও সিকিউরিটি মানি, কখনও জিএসটি এসব নানা অজুহাতে একাধিকবার অমিয় থেকে টাকা নেয় যার পরিমান ২ লক্ষ, ১৬ হাজার টাকা । কিন্তু লোন দীর্ঘদিন না পাওয়ায় অমিয় বুঝতে পারে সে প্রতারিত হচ্ছে ।
advertisement
২০১৮ সালে ১৫ জুন মন্দারমণি থানার অভিযোগ করেন , সেই অভিযোগের ভার সিআইডি সাইবার ক্রাইম হাতে নেয় । ঘটনায় ৪ অভিযুক্ত গ্রেফতার হয় । জানা যায় ভুয়ো ডকুমেন্ট ও সাইট খুলে এরা বড়ো প্রতারণা চক্র চালাচ্ছে । অভিযুক্তদের মধ্যে রয়েছে, তিলক পুরোকাইত, শ্যামা প্রাসাদ জাটওয়া, হরিশ শাও, অজিত হেমব্রম| সিআইডি সূত্রের খবর, ধৃতদের থেকে ২৫ লক্ষ নগদ, মোবাইল ও এটিএম কার্ড উদ্ধার হয় । এরপর সিআইডি চার্জশিট দেয় । কয়েকজন সাক্ষী দেয় এই ঘটনায় । এরকম প্রায় ৭৫ - ৮০ জনকে প্রতারণা করেছে, এই চক্রের পান্ডারা । ভুয়ো ওয়েবসাইট খুলে রমরমিয়ে প্রতারণা চক্র চালিয়ে লক্ষ লক্ষ টাকা অভিযুক্তদের একাউন্ট গিয়ে জমা হতো । সরকারি কৌঁসলি বা পাবলিক প্রসিকিউটর দেবরঞ্জন ব্যানার্জী জানান, " অবশেষে কাঁথি আদালত চার অভিযুক্তদের পাঁচ বছর এগারো মাসের সাজা ঘোষণা করে দোষী সাব্যস্ত করল ।" যা কিনা কাস্টডি ট্রায়াল ভারতে এই প্রথম সাজা ঘোষণা বলে দাবি সিআইডির ।
advertisement
advertisement
অর্পিতা হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2020 11:55 PM IST