Nadia News: একের পর এক ভয়াবহ দুর্ঘটনা, একাধিক প্রাণ মুহূর্তে শেষ! ভয়ে কাঁটা এলাকাবাসী, আর কত?

Last Updated:

Nadia News: ২০১৬ সালে নৌকাডুবিতে সলিল সমাধি হয়েছে বহু প্রাণ এর পরেও লাইফ জ্যাকেট বিহীন নিরাপত্তার তোয়াক্কা না করে বিপদজনক পারাপার চলে মাঝেমধ্যেই যায় প্রাণও!

শান্তিপুর কালনার ফেরিঘাট
শান্তিপুর কালনার ফেরিঘাট
নদিয়া: আর কত! আর কত প্রাণ গেলে তবে ভাগীরথী বক্ষে পূর্ব বর্ধমান এবং নদিয়ার মধ্যে গড়ে উঠবে সেতুবন্ধন! ২০১৬ সালে নৌকাডুবিতে সলিল সমাধি হয়েছে বহু প্রাণ এর পরেও লাইফ জ্যাকেট বিহীন নিরাপত্তার তোয়াক্কা না করে বিপজ্জনক পারাপার চলে মাঝেমধ্যেই যায় প্রাণও! তবে নিরবিচ্ছিন্ন দুই একটি ঘটনা বলে অনেক সময় তা গুরুত্বহীন হয়ে পড়ে তবে কয়েকদিন আগের একটি প্রাণ চলে যাওয়ার পর আবারও সেই স্থায়ী সমাধান অর্থাৎ কালনা নৃসিংহপুর ব্রিজের দাবিতে সরব মানুষজন।
যদিও ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই ব্রিজ। যা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান যোগাযোগ ব্যবস্থা, বেশ কিছু রাজ্যের সঙ্গেও যোগাযোগ সমন্বয়কারী হতে পারে এই ব্রিজ।
advertisement
তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জমি অধিকগ্রহণের জন্য ইতিমধ্যেই যে কাজ শুরু হয়েছিল তা বেশিরভাগটাই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে সূত্র মারফত৷ তবে বিরোধীদের তোলা দাবি অনুযায়ী এই জমির শ্রেণি পরিবর্তন করে জেলা পরিষদের নেতৃত্বে সরকারি ব্যবস্থাকে কাজে লাগিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে যদিও তা লিখিত ভাবে কোথাও জানানো হয়েছে কিনা তার সুস্পষ্ট প্রমাণ স্বরূপ কোনও তথ্য পাওয়া যায়নি।
advertisement
তবে স্থানীয় বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী মুখ্যমন্ত্রী দু’বার ঘোষণা এবং পূর্ব বর্ধমানের কোটেই বল রেখেছেন। মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন তা হবেই তবে সাম্প্রতিক রাজ্য সরকারকে বিভিন্ন খাতে বকেয়া পাওনার বঞ্চিত করার দুঃসময়েও এই কাজ এগিয়ে চলেছে তার জন্য তিনি রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশও করেন।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: একের পর এক ভয়াবহ দুর্ঘটনা, একাধিক প্রাণ মুহূর্তে শেষ! ভয়ে কাঁটা এলাকাবাসী, আর কত?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement