আজ রাজনীতি নয়! কালীপুজোয় পাড়ার ক্লাবে অধীর চৌধুরী, অন্য মেজাজে কংগ্রেস নেতা

Last Updated:

Adhir Choudhury Kali Puja: পাড়ার ক্লাবের পুজোয় মাতলেন অধীর চৌধুরি।

কালীপুজোতে উপস্থিত অধীর চৌধুরী 
কালীপুজোতে উপস্থিত অধীর চৌধুরী 
মুর্শিদাবাদ: শুধু দুর্গাপুজো নয়, কালীপুজোয় থিমের চমক মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে। একে অপরকে টেক্কা দিতে তৈরি বিভিন্ন পুজো মন্ডপ।
বহরমপুর গোরাবাজারের স্যান্টা ফোকিয়া ক্লাব। মুলত কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর ক্লাব হিসেবে পরিচিত। এবছর এই ক্লাব ৪৭তম বর্ষে পদার্পণ করেছে।
প্রত্যক বছর থিমের চমক দিয়ে থাকে অধীর চৌধুরীর এই ক্লাব। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। উদ্যোক্তারা জানিয়েছেন, এই বছরের থিম তৈরি করা হয়েছে ‘মায়াজাল’।
advertisement
আরও পড়ুন- কিরীটেশ্বরী মন্দিরে কালী আরাধনা, জেলার এই সতীপীঠে ভক্তদের উপচে পড়া ভিড়
লোহার ওপর বিভিন্ন ফাইবার ও কাপড় দিয়ে মন্ডপসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও আছে চন্দননগরের বাহারি আলোকসজ্জা। শনিবার সন্ধ্যায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে এই কালীপুজোর উদ্বোধন করেন লোকসভার সাংসদ অধীর চৌধুরী।
advertisement
গত বছর হায়দরাবাদের এক মন্দিরের আদলে তৈরি করা হয়েছিল মন্ডপসজ্জা, আর সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তবে এবছর লাগাতার কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়েই কালীপুজোর আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যায় উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করে মন্ডপ প্রাঙ্গনে। সারা বছর রাজনীতি ও বিভিন্ন কর্মকান্ডে ব্যস্ত থাকেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী।
advertisement
আরও পড়ুন- ব্যাঁকা চোখে দেখবেন না, টিফিনের টাকা বাঁচিয়ে যা করে দেখাল ক্লাস ১১-র পড়ুয়ারা
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তবে রাজনীতির বাইরে থেকে নিজের ক্লাব হিসেবে পরিচিত স্যান্টা ফোকিয়া কালীপুজোতে মেতে থাকেন অধীর রঞ্জন চৌধুরী। মুলত তাঁরই উদ্যোগে এই পুজোর প্রতি বছর আয়োজন করা হয়।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আজ রাজনীতি নয়! কালীপুজোয় পাড়ার ক্লাবে অধীর চৌধুরী, অন্য মেজাজে কংগ্রেস নেতা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement