যৌনাঙ্গ সরু, অসম্পূর্ণ...! পুরুষ - মহিলার মিশ্রণ, অপারেশনে বড় সাফল্য জেলা হাসপাতালের

Last Updated:

জন্ম থেকেই শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। বয়ঃসন্ধিকালে ঋতুস্রাব না হওয়া, হরমোনগত সমস্যাসহ নানা উপসর্গ দেখা দিলে পরীক্ষায় জানা যায়, তাঁর জরায়ু ও ডিম্বাশয় নেই, বরং পেটের ভিতরে রয়েছে শুক্রথলি।

জেলা হাসপাতালে বিরল রোগের অপারেশন।
জেলা হাসপাতালে বিরল রোগের অপারেশন।
কৃষ্ণনগর: নদিয়া জেলা সদর হাসপাতালে বিরল অস্ত্রোপচার। বছর ২০’র ‌যুবতীর পেট থেকে অপসারণ করা হল শুক্রথলি। বাহ্যিকভাবে মহিলা হলেও জিনগতভাবে তিনি পুরুষ। জন্ম থেকেই শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। বয়ঃসন্ধিকালে ঋতুস্রাব না হওয়া, হরমোনগত সমস্যাসহ নানা উপসর্গ দেখা দিলে পরীক্ষায় জানা যায়, তাঁর জরায়ু ও ডিম্বাশয় নেই, বরং পেটের ভিতরে রয়েছে শুক্রথলি। চিকিৎসকদের মতে, এতে ভবিষ্যতে ক্যান্সারের আশঙ্কা থাকে।
এদিন সন্ধ্যায় হাসপাতালের তিন চিকিৎসক—ভবতোষ ভৌমিক, অনির্বাণ জানা ও অমিত শাহের নেতৃত্বে সাত জনের দল ওই যুবতীর অপারেশন করেন। সফল অস্ত্রপচারে শুক্রথলি অপসারণ করা হয়েছে। বর্তমানে যুবতী সুস্থ রয়েছেন। হাসপাতালের সুপার ডাঃ জয়ন্ত সরকার জানান, এই অপারেশন মেডিকেল কলেজে হওয়া স্বাভাবিক, জেলা হাসপাতালে এই প্রথম।
আরও পড়ুন: খরচ নেই বললেই চলে! কল্যাণী এইমস -এ সহজেই রোগী দেখানোর সুযোগ, দেখে নিন অনলাইন বা অফলাইন সম্পূর্ণ রেজিস্ট্রেশন পদ্ধতি
চিকিৎসকরা জানিয়েছেন, যুবতীর যৌনাঙ্গ ছিল সরু ও অসম্পূর্ণ। এখন কৃত্রিমভাবে যৌনাঙ্গ গঠন করা হচ্ছে। এর মাধ্যমে তিনি শারীরিকভাবে সম্পূর্ণ মহিলা হয়ে উঠবেন। হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যত চিকিৎসার দায়িত্বও নিয়েছে।
advertisement
advertisement
উল্লেখ্য, সময় যত এগোচ্ছে তত উন্নত হচ্ছে চিকিৎসা পরিষেবা। শহরতলীর পাশাপাশি পিছিয়ে নেই মফঃস্বল কিংবা গ্রামগঞ্জের হাসপাতালগুলিও। প্রত্যেকটি জেলা হাসপাতালেই এখন উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আর সেই কারণেই আগের থেকে তুলনামূলকভাবে কলকাতা শহরতলীর হাসপাতাল গুলিতে অনেকটাই ভিড় কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর আগেও একাধিক সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল কিংবা জেলা হাসপাতালের চিকিৎসকেরা একের পর এক জটিল অপারেশন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে রোগীর। আর সেই কারণেই জমি বাড়ি সর্বস্ব বিক্রি করে তাদের যেতে হচ্ছে না বেসরকারি হাসপাতাল গুলিতে।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
যৌনাঙ্গ সরু, অসম্পূর্ণ...! পুরুষ - মহিলার মিশ্রণ, অপারেশনে বড় সাফল্য জেলা হাসপাতালের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement